Bike Loan

Yamaha RD350: মডার্ণ লুকে 90’s-এর কিং RD350! কবে আসবে মার্কেটে? জল্পনা বাড়ছে

Aindrila Dhani

Published on:

new-yamaha-rd350-launch-date

Yamaha RD350 Latest Model: ভারতীয় মোটরসাইকেল মার্কেটে রেট্রো স্টাইল বাইকের প্রতি এক আলাদাই ভালোবাসা চোখে পড়ে। এই কারণে এখন ট্রেন্ড চলছে আইকনিক মডেলগুলিতে মডার্ন টুইস্টের সাথে নতুনভাবে লঞ্চ করার। বিভিন্ন ম্যানুফ্যাকচারাররা এই ট্রেন্ডেই গা ভাসিয়েছে। এবার Yamaha তাদের আইকনিক মডেল RD350 কে নতুনভাবে লঞ্চ করতে পারে। মর্ডান রূপে আবার ফিরে আসতে পারে Yamaha RD350।

   

Yamaha RD350-র ডাকনাম ‘RD’। 1980 থেকে 90-এর দশকে এই বাইকটি ভারতের রাস্তায় রাজত্ব করেছে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেই সময় এই বাইকটি খুব বিখ্যাত ছিল। বাইক প্রেমীদের মনে বিশেষ জায়গা নিয়ে ছিল এই মডেলটি। কার্বন নিঃসরণের ক্রমবর্ধমান কঠোর বিধির কারণে এই মডেলটিকে 1980-র দশকের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন করে Yamaha RD350-কে বাজারে আনতে পারে কোম্পানি। তবে এখনও পর্যন্ত Yamaha-র তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি।

Yamaha RD350-র মডার্ণ ভার্সন

আসল Yamaha RD350 মডেলে টু-স্ট্রোক ইঞ্জিন ছিল। বর্তমান নিঃসরণ নিয়ম মেনে এই বাইকে ফুয়েল ইনজেকটেড 4‌ স্ট্রোক ইঞ্জিন যুক্ত করা হতে পারে। তবে ইঞ্জিনের ক্যাপাসিটি এখনও জানা যায়নি। 350cc-র মার্ক স্পর্শ করতে এই নতুন মডেলটি। মডার্ণ টেকনোলজির দৌলতে স্মুথ পাওয়ার ডেলিভারি আর ফুয়েল এফিসিয়েন্সি দেখা যাবে এতে।

এছাড়া মডার্ণ ফিচার্স যুক্ত করা হতে পারে Yamaha RD350 বাইকে। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, LED হেডল্যাম্প, LED টেইল লাইট, স্মার্টফোন কানেক্টিভিটি সহ ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স রয়েছে। এছাড়া ডুয়াল চ্যানেল ABS ও ট্রাকশন কন্ট্রোলের মতো সেফটি ফিচার যুক্ত করা হতে পারে।

Yamaha RD350 -র নতুন করে প্রত্যাবর্তন বাইক প্রেমীদের নস্টালজিক করে তুলতে পারে। এই বাইকের লঞ্চের মধ্যে দিয়ে মডার্ণ রেট্রো বাইকের মার্কেটে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে Yamaha। এই মডেলের পুরোনো দিকটিকে ধরে রেখে মডার্ণ টেকনোলজি ব্যবহার করলে আবার ভারতের রাস্তায় রাজত্ব করতে দেখা যাবে Yamaha RD350 কে।