Bike Loan

New Yamaha R15 V4: চাবুক গতিতে দৌড়বে, লুকে হার মানাবে বিদেশী বাইকেও! বাইকের রাজা ইয়ামাহার এই মডেলে ফিদা যুবকরা

Aindrila Dhani

Published on:

new-yamaha-r15-v4-price-2024

New Yamaha R15 V4: বাইকের রাজা New Yamaha R15 V4 আকর্ষণীয় ডিজাইন আর মডার্ন ফিচার সহ বাজারে উপলব্ধ। আপনি যদি ইয়ামাহার বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে এই মডেলটির সম্পর্কে জেনে রাখুন। শক্তিশালী ইঞ্জিন সহ এই বাইক আপনাদের ভালো লাগতে পারে।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি New Yamaha R15 V4-এর সম্পর্কে। এতে মডার্ন ফিচার যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই রয়েছে দীর্ঘ মাইলেজ ক্যাপাসিটি। আপনাদের প্রয়োজনের সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে এই মডেলে। এছাড়া সুরক্ষার দিকেও কোন খামতি রাখেনি কোম্পানি। আপনারা এতে একাধিক রংয়ের বিকল্প পেয়ে যাবেন।

   

New Yamaha R15 V4: ফিচার্স

সবার প্রথমে আমরা এই বাইকের ফিচার্স সম্পর্কে কথা বলব। New Yamaha R15 V4-এ এলসিডি ডিজিটাল ডিসপ্লে রয়েছে। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে স্মার্ট ফোন কানেক্টিভিটি, ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল জাতীয় ফিচার রয়েছে। এছাড়া এই বাইক ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ, পাশাপাশি এতে রয়েছে আলাদা আলাদা রংয়ের বিকল্প।

New Yamaha R15 V4: ইঞ্জিন

ইঞ্জিনের কথা বলতে গেলে, New Yamaha R15 V4-এ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা 155 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 ভালভ ইঞ্জিন পেয়ে যাবেন। যা 14.2 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম New Yamaha R15 V4।

New Yamaha R15 V4: দাম

দামের কথা বলতে গেলে, New Yamaha R15 V4 আপনারা 1.80 লাখ টাকার প্রারম্ভিক এক্স শোরুম দামে পেয়ে যাবেন। তবে এই মডেলের টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.10 লাখ টাকা।