Bike Loan

New Yamaha R15 V4: বাইক প্রেমীদের রমরমা, আগুন লুকে ইয়ামাহার বাইক! সস্তার বাইকে বিদেশি লুক

Aindrila Dhani

Published on:

new-yamaha-r15-v4-price-2024

New Yamaha R15 V4: বাইকের রাজা New Yamaha R15 V4 আকর্ষণীয় ডিজাইন আর মডার্ন ফিচার সহ বাজারে উপলব্ধ। আপনি যদি ইয়ামাহার বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে এই মডেলটির সম্পর্কে জেনে রাখুন। শক্তিশালী ইঞ্জিন সহ এই বাইক আপনাদের ভালো লাগতে পারে।

Yamaha R15 V4 প্রতি লিটারে 52 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।‌ এর ওজন 141 কেজি আর সিটের উচ্চতা 815 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিট আর হুইলবেস 1325 মিলিমিটার। Yamaha R15 V4-এর দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 725 মিলিমিটার আর উচ্চতা 1135 মিলিমিটার। এই বাইকে আপনারা 2 বছর অথবা 30 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।

   

New Yamaha R15 V4: ফিচার্স

এই বাইকে আপনারা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন। এতে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করা হয়েছে। এর সাথেই রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম। এগুলির সাহায্যে আপনারা ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল অডোমিটারের মতো প্রয়োজনীয় তথ্য বাইকে পেয়ে যাবেন। এর পাশাপাশি সুরক্ষার জন্য অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আর ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। কোম্পানি New Yamaha R15 V4-এ টিউবলেস টায়ার ব্যবহার করেছে।

New Yamaha R15 V4: ইঞ্জিন

আমরা এবার এই বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলে নেব। New Yamaha R15 V4-এ 155 সিসি-র এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত রয়েছে। এই ইঞ্জিনের সাহায্যে বাইকটি প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে। ইঞ্জিনটির সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে।

New Yamaha R15 V4: দাম

দামের কথা বলতে গেলে, New Yamaha R15 V4 আপনারা বেশ সস্তায় পেয়ে যাবেন। ফিচারস আর ইঞ্জিনের সাথে দামের তুলনা করতে গেলে বেশ খানিকটা সস্তাই এই মডেল। এই টু-হুইলার 2.25 লাখ টাকার প্রারম্ভিক এক্স শোরুম মূল্যে উপলব্ধ। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন।