Bike Loan

New Maruti Suzuki Swift: পেট্রোলের চিন্তা আর নয়, মাইলেজের রাজা মারুতির নতুন মডেল! আগের থেকে আরও শক্তিশালী ইঞ্জিন

Aindrila Dhani

Published on:

new-maruti-suzuki-swift-car-price

New Maruti Suzuki Swift: মারুতি সুজুকি বহু বছরের পুরনো একটি কোম্পানি। একসময় এই কোম্পানির গাড়ি কেবলমাত্র সমাজের উচ্চবিত্ত মানুষদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু এবার মধ্যবিত্ত মানুষেরাও মারুতি সুজুকির গাড়ি ব্যবহার করতে পারবেন। Maruti Suzuki Swift নতুন অবতারে পাওয়া যাবে।

আপনি যদি বাজেট ফ্রেন্ডলি দামের নতুন গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তবে Maruti Suzuki Swift সম্পর্কে জেনে রাখুন। এতে 9 ইঞ্চির স্মার্ট প্লে প্রো প্লাস টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত করেছে কোম্পানি। এছাড়া রয়েছে কানেকটেড কার টেকনোলজি। আপনারা এই গাড়িতে নিজেদের ডিভাইসও চার্জ করতে পারবেন। এই গাড়িতে সম্পূর্ণ নতুন Z সিরিজ পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। আগের থেকে আরও ভালো পারফরমেন্স দেবে এই গাড়ি।

   

New Maruti Suzuki Swift: ইঞ্জিন

সবার প্রথমে আমরা New Maruti Suzuki Swift-এর ইঞ্জিন ও পারফরমেন্স সম্বন্ধে কথা বলব। এই গাড়িতে সম্পূর্ণ নতুন Z সিরিজ 1.2 লিটারের 3 সিলিন্ডার, ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। পুরনো মডেলটিতে K12, 4 সিলিন্ডার ইঞ্জিন ছিল। এই নতুন ইঞ্জিনটি 82 হর্সপাওয়ার শক্তি ও 112 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। কোম্পানি দাবি করেছে, এই গাড়ির MT ভ্যারিয়েন্ট প্রতি লিটার পেট্রোলে 24.8 কিলোমিটার মাইলেজ দেবে। অপরদিকে এই গাড়ির AMT ভ্যারিয়েন্ট প্রতি লিটার পেট্রোলে দেবে 25.75 কিলোমিটার মাইলেজ।

New Maruti Suzuki Swift: ফিচার্স

এছাড়া এই গাড়িতে 9 ইঞ্চির স্মার্ট প্লে প্রো প্লাস টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস স্মার্ট ফোন কানেক্টিভিটি, ওয়ারলেস চার্জার, রেয়ার এসি ভেন্টস্, সুজুকির কানেক্টেড কার টেকনোলজি, বিভিন্ন ধরনের ইউএসবি চার্জিং সাপোর্ট, সাউন্ড সিস্টেম ও 6টি এয়ার ব্যাগ পেয়ে যাবেন।

New Maruti Suzuki Swift: দাম

দামের কথা বলতে গেলে, New Maruti Suzuki Swift-এর অন রোড দাম 7 লাখ 28 হাজার 536 টাকা। এটি মাত্র 1 লাখ টাকার ডাউন পেমেন্টে কিনতে পারবেন। আর বাকি 6 লাখ 28 হাজার 536 টাকা আপনাকে লোন নিতে হবে। সেক্ষেত্রে 9.8 শতাংশ সুদের হারে 4 বছরের জন্য প্রতি মাসে 15 হাজার 881 টাকা করে কিস্তি জমা করতে হবে আপনাকে।