টাটাকে জোরদার টক্কর দেওয়ার জন্য Honda নতুন Honda ZRV Hybrid নিয়ে এসেছে। আপনি যদি নিজের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ফোর হুইলার কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
Honda কোম্পানি সম্প্রতি ভারতীয় বাজারে একটি বিলাসবহুল ফোর হুইলার গাড়ি লঞ্চ করেছে। যার নাম New Honda ZRV Hybrid। এই গাড়িতে এলইডি হেড ল্যাম্প পেয়ে যাবেন। এছাড়া লং ড্রাইভে যাওয়ার জন্য কোম্পানি এই মডেলে আরাম দেয় সিটের ব্যবস্থা করেছে। প্রতি লিটারে 18 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই গাড়ি।
New Honda ZRV Hybrid: ফিচার্স
সবার প্রথমে আমরা হোন্ডার এই নতুন ফোর হুইলারের ফিচার্স সম্বন্ধে কথা বলব। এই গাড়িতে লাক্সারি অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এতে রয়েছে এলইডি হেড ল্যাম্প, এলইডি টেইল লাইট, এলইডি ডিআরএল, ফ্লোটিং রুফ লাইন, অ্যাপেল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো, ওয়ারলেস চার্জিং সাপোর্ট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইবিডি, আরামদায়ক সিট, পাওয়ার উইন্ডো, এয়ার ব্যাগ, মিউজিক সিস্টেম, শক্তিশালী সিট বেল্ট, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার ইত্যাদি।
New Honda ZRV Hybrid: ইঞ্জিন
এই গাড়িতে বেশ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। New Honda ZRV Hybrid-এ 1 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন রয়েছে। এছাড়া 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি দাবি করেছে তাদের এই নতুন ফোর হুইলার প্রতি লিটারে 18 কিলোমিটার মাইলেজ দ্বীপে সপ্ত।
New Honda ZRV Hybrid: দাম
এবার দামের কথা বলতে গেলে, New Honda ZRV Hybrid-এর প্রারম্ভিক এক্স শোরুম দাম 25 লাখ টাকা।