Bike Loan

New Hero Hunk: নয়া চমক হিরোর, একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না! মুগ্ধ হয়েছেন বাইক-প্রেমীরা

Aindrila Dhani

Published on:

new-hero-hunk-bike-2024

New Hero Hunk: হিরো মোটরস্ ভারতীয় বাজারের বিখ্যাত অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম। শীঘ্রই এই কোম্পানি তাদের নতুন মোটরসাইকেল- New Hero Hunk বাজারে পেশ করবে। এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার দেখতে পাবেন। যাঁরা ভালো মাইলেজ সহ 1.5 লাখ টাকার মধ্যে বাইক কিনতে চাইছেন তাঁরা এই মডেলটির সম্পর্কে জেনে নিন।

এই বাইকে আপনারা দারুণ পারফরম্যান্স পেয়ে যাবেন। 2024 সালে নতুন বাইক কিনতে চাইলে আর কিছুদিন অপেক্ষা করে যান। আগামী কয়েকদিনের মধ্যেই ভালো বিকল্প নিয়ে ভারতীয় বাজারে উপস্থিত হবে New Hero Hunk। এই বাইকের সুরক্ষার জন্য সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকবে। এছাড়া প্রতি লিটারে 65 কিলোমিটার মতো মাইলেজ দেবে এই বাইক। দেখতেও দুর্দান্ত New Hero Hunk। একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। মধ্যবিত্তদের বাজেটের মধ্যে বেস্ট বিকল্প এটি।

   

New Hero Hunk: ইঞ্জিন

সবার প্রথমে হিরো মোটরসের এই আসন্ন বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেব। কোম্পানি এই বাইকে 160cc-র শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 15 bhp শক্তি ও 14 Nm টর্ক উৎপাদন করতে পারে। New Hero Hunk-এর শক্তিশালী ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এই বাইকে 13 লিটারের ফিউল ট্যাংক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। প্রতি লিটার পেট্রোলে এই বাইক 65 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যাঁরা লম্বা সফরে যেতে পছন্দ করেন, তাঁরা চাইলে এই বাইকটি কিনতে পারেন।

New Hero Hunk: ফিচার্স

এবার আমরা New Hero Hunk-এর ফিচার্স সম্পর্কে কথা বলব। এই বাইকে আকর্ষণীয় লুকের পাশাপাশি ডিজিটাল মিটার, সেল্ফ স্টার্ট, এলইডি হেডলাইট, ফিউল ইন্ডিকেটর আর সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।

New Hero Hunk: দাম

দামের কথা বলতে গেলে, কোম্পানি New Hero Hunk-এর দাম সম্পর্কে কোন তথ্য সামনে আনেনি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বাইকটির বেস ভ্যারিয়েন্টের দাম 1.50 লাখ টাকার আশেপাশে হতে পারে। টপ ভ্যারিয়েন্টের দাম 2 লাখ টাকার আশেপাশে হতে পারে।

New Hero Hunk: লঞ্চের দিন

New Hero Hunk-এর লঞ্চ নিয়ে বহু মানুষ কৌতুহল। দীর্ঘদিন ধরে এই বাইকটির বাজারে আসার জন্য অপেক্ষা করে রয়েছেন অনেকে। আপনাদের জানিয়ে রাখি, কোম্পানি এই সম্পর্কে কোনও তথ্য সামনে আনেনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, New Hero Hunk চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে।