তিন দশকের বেশি সময় ধরে Hero Splendor নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। এটি এখন কেবলমাত্র মোটরসাইকেল হিসেবেই সীমাবদ্ধ নেই আজ এটি দক্ষ ও বিশ্বস্ত মবিলিটির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। গোটা ভারতের বিশ্বাস অর্জন করেছে এই মডেল। আমাদের দেশে লক্ষাধিক মানুষ দু-চাকার গাড়ি ব্যবহার করেন। এই মডেলটি আমাদের দেশে পাওয়া যাবে অজস্র মডেলের মধ্যে থেকেই অন্যতম। এত টু-হুইলার থাকা সত্ত্বেও সকলের থেকে অনন্য হয়ে দাঁড়িয়েছে Hero Splendor।
এটি একটি কম্পিউটার মোটরসাইকেল। 1994 সালে Hero Cycle আর Honda-র কোলাবোরেশনে এই মডেলটি তৈরি হয়েছিল। প্রতিদিন ব্যবহারের জন্য এই মডেলে 97.2cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রতি লিটারে 70 কিলোমিটার পথ যেতে পারে এটি। যে হারে পেট্রোলের দাম বেড়েছে, সেদিক থেকে এই মডেলটি তার ব্যবহারকারীদের পকেট অনেকটাই বাঁচিয়েছে। এমনকি ভারতীয় রাস্তার ও আবহাওয়ার সমস্ত চ্যালেঞ্জকে জিতে নিয়ে এই মডেলটি পৌঁছে গেছে নিজের গন্তব্যে।
শুধুমাত্র গতি বা ফিচারস এর জন্য নয় এখন Hero Splendor বিশ্বাসের অপর নাম হয়ে দাঁড়িয়েছে বাইক প্রেমীদের কাছে। শহরের যানজটপূর্ণ রাস্তা হোক বা গ্রামের এবড়োখেবড়ো রাস্তা, সবেতেইকোন সমস্যা ছাড়াই চলতে পারে এই মডেল। এমনকি এটি হ্যান্ডেল করাও খুব সহজ। যাঁরা নতুন বাইক চালানো শিখছেন তাঁরাও খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। বিগত বছরগুলিতে Hero Splendor মানুষের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলেছে। এই মডেলে এসেছে Splendor Plus আর Super Splendor এর মত ভেরিয়েন্ট।
এছাড়া এতে যুক্ত হয়েছে i3S টেকনোলজি। এই বাইকটি সাশ্রয়ী মূল্যের হওয়ার কারণে অনেকেই এটা ব্যবহার করে ছোটখাটো ব্যবসা করছেন। তবে ইলেকট্রিক বাইকের বাজারে ভবিষ্যতে Hero Splendor প্রতিযোগিতার সম্মুখীন হবে। যুগের পরিবর্তনের সাথে সাথে এই মডেলেও নতুন আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।