চীনা মালিকানাধীন ইতালীয় প্রিমিয়াম বাইক নির্মাতা Benelli চলতি বছর সর্বশেষ TRK 552X অ্যাডভেঞ্চার মোটর সাইকেলটি (Benelli TRK 552X) চালু করেছে। সর্বশেষ সংস্করণ হিসেবে এই বাইকটি নানা ধরনের উন্নত বৈশিষ্ট্যের সঙ্গে বাজারে এসে উপস্থিত হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে সংস্থা একে নতুন ভাবে আপগ্রেড করেছে। এই নতুন বাইকে ঠিক কি কি সুবিধা পাবেন জেনে নিন।
Benelli TRK 552X: ডিজাইন
TRK 552X-এর নতুন ডিজাইনটি অনেকটা TRK 502 বাইকটির ধাঁচে নির্মিত। তবে এতে পুরানো হ্যালোজেন বাল্বের পরিবর্তে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন ডুয়াল LED হেডলাইট। সেই সঙ্গে দেওয়া হয়েছে স্প্লিট সিট। হ্যান্ডেল গার্ডের সাথে রয়েছে একটি অ্যালুমিনিয়াম ব্রেস। সামনের দিকে থাকা ভিসারটি আগের থেকে আরো বড় এবং তীক্ষ্ণ ভাবে তৈরি করা হয়েছে। তবে এই বাইকের পেছনের অংশটি TRK 502 বাইকটির মতোই দেখতে।
Benelli TRK 552X: ফিচার
নির্মাণকারী সংস্থার তরফ থেকে পুরানো ইনফোটেইনমেন্ট সিস্টেমকে TRK 552X-এ পুনরায় প্রতিস্থাপন করেছে। এতে রয়েছে সম্পূর্ণ নতুন 5 ইঞ্চি ফুল কালার TFT স্ক্রিন। এছাড়া রয়েছে ব্লুটুথ সংযোগ, TPMS অর্থাৎ টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ডুয়াল চ্যানেল ABS ইত্যাদি বিশেষ সুবিধা।
Benelli TRK 552X: পারফরমেন্স
এই বাইকটিতে রয়েছে 552cc সমান্তরাল টুইন ইঞ্জিন। এই শক্তিশালী ইঞ্জিন সর্বোচ্চ 60 bhp শক্তি এবং 55 Nm টর্ক উৎপন্ন করতে পারে। Benelli TRK 552X বাইকটির পিছনের দিকে আছে একটি মনোশক এবং সামনের দিকে আছে একটি Marzocchi USD ফর্ক। সামনের চাকাটি রয়েছে 19 ইঞ্চি ক্রস স্পোক হুইল। তবে 21 ইঞ্চি হুইল দিয়ে এর অফ-রোড কার্যকারিতা বাড়ানো যেত বলে মনে করা হচ্ছে।
যদিও বর্তমানে অতি উন্নত মানের TRK 552X বাইকটি শুধুমাত্র চীনে বিক্রি হচ্ছে। তবে এটি শীঘ্রই ইউরোপীয় বাজারে প্রবেশ করতে চলেছে। আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকেই বাইকটি ভারতে লঞ্চ হবে।