Bike Loan

New Bajaj Platina: মাইলেজ কা বাপ Bajaj Platina নতুন অবতারে! দামে কম তাতে আবার অ্যাডভান্স ফিচার

Aindrila Dhani

Published on:

new-bajaj-platina-bike

New Bajaj Platina: এখন বেশিরভাগ মানুষ বাইকের ব্যবহার করেন। ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন। আপনি যদি পারফর্মেন্সে ভালো আর দামে কম মডেল চান তবে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়বেন।

   

এই প্রতিবেদনে আমরা কথা বলব New Bajaj Platina-র সম্পর্কে। এই বাইকে দীর্ঘ মাইলেজের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে লেটেস্ট ফিচার। সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে এয়ার কুলিং সিস্টেম পেয়ে যাবেন। প্রতি লিটারে 100 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দিতে পারে বাজাজের এই বাইক। যাঁরা লম্বা সফরে যেতে পছন্দ করেন, তাঁদের জন্য New Bajaj Platina একদম উপযুক্ত।

New Bajaj Platina: ইঞ্জিন

বাজাজের এই বাইকে 115.45cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 7.79 bhp শক্তি ও 8.34 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইক কিন্তু বেশিরভাগ মানুষ মাইলেজের জন্যই কিনতে চায়। আসলে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে দীর্ঘ মাইলেজের বাইক কিনলে বেশ খানিকটা টাকা সাশ্রয় করা যায়। New Bajaj Platina প্রতি লিটারে 90 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

New Bajaj Platina: ফিচার্স

এবার এই বাইকের ফিচার সম্বন্ধে কথা বলব। এতে লেটেস্ট ও আধুনিক ফিচার দেখতে পেয়ে যাবেন। কোম্পানি রাইটিং আরো বেশি মজাদার করে তোলার জন্য দুর্দান্ত ফিচার্স ও আরামদায়ক সিটের ব্যবস্থা করেছে। সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আর ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাইকে থাকছে ডিজিটাল স্পিডোমিটার, বড় সাইজের ফিউল ট্যাংক ও টিউবলেস টায়ার।

New Bajaj Platina: দাম

এই বাইক আপনারা বেশ খানিকটা কম দামে কিনতে পারবেন। ভারতীয় বাজারে New Bajaj Platina-র দাম 73 হাজার 841 টাকা। তবে আপনার বাজেট কম হলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। সেক্ষেত্রে বাজাজের নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।