MX Moto M16: হাই স্পিডের বাইক কিনতে চাইলে MX Moto M16 সম্পর্কে জেনে নিন। 200 কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ দেবে এই মডেল। বাজেট ফ্রেন্ডলি দামে আপনারা এই মডেলটি কিনতে পারেন। পেট্রোলের জন্য এক টাকাও খরচ করতে হবে না। জেনে নিন বিস্তারিত।
ভারতীয় বাজারে টু-হুইলার বেশি বিক্রি হয়। কিন্তু যে হারে জ্বালানি তেলের দাম বেড়েছে, তা দেখে সাধারণ মধ্যবিত্ত মানুষ নতুন বাইক কেনার সাহস দেখাতে পারছে না। MX Moto M16 কিনলে পেট্রোলের জন্য এক টাকাও খরচ করতে হবে না আপনাদের। এটি আসলে ইলেকট্রিক বাইক। সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার রেঞ্জ ও হাই স্পিড দিয়ে থাকে।
MX Moto M16 বাইকের ব্যাটারি ও মোটর
এই ইলেকট্রিক বাইকে 3.4 কিলোওয়াটের বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এছাড়া MX Moto M16 -এ 4 কিলোওয়াটের BLDC টেকনোলজির বড় মোটর ব্যবহার করা হয়েছে। এই মোটরের সাহায্যে বাইকটি তীব্র গতিতে ছুটতে পারে। এছাড়া ফাস্ট চার্জারের সাহায্যে এই ইলেকট্রিক বাইকের ব্যাটারি মাত্র 3 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার সম্পূর্ণ চার্জে এটি 200 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এটি শহরের মধ্যে ব্যবহার করার জন্য উপযুক্ত। এছাড়া MX Moto M16 চালিয়ে আপনারা ছোটোখাটো ট্রিপেও যেতে পারবেন।
MX Moto M16: ফিচার্স
এই ইলেকট্রিক বাইকের সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এটি একটি ইলেকট্রিক ক্রুজার বাইক। এতে চার্জিং পয়েন্ট, DRL, ব্লুটুথ কানেক্টিভিটি, LED টেইল লাইট, ক্রুজ কন্ট্রোল, নেভিগেশন, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, লো ব্যাটারি এলার্ট ইত্যাদি ফিচার রয়েছে।
MX Moto M16 বাইকের দাম
MX Moto M16 আপনারা 1.98 লাখ টাকায় কিনতে পারবেন।