Motovolt Urbn: ভারতীয় অটোমোবাইল সেক্টরের টু-হুইলার সেগমেন্টে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এখন বহু মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছেন। তাই তাঁরা আর পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ি ব্যবহার করতে চাইছেন না। এছাড়া ইলেকট্রিক গাড়ি অনেক টাকা সাশ্রয় করে। সব মিলিয়ে ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরের বাজার এখন রমরমা। আপনিও কি এই তালিকায় নাম লেখাতে চাইছেন? আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ুন।
এই প্রতিবেদনে আমরা কথা বলব Motovolt Urban ইলেকট্রিক বাইকের সম্বন্ধে। এতে আপনারা প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। এবার যদি আমরা রেঞ্জের কথা বলি, Motovolt Urbn ইলেকট্রিক মোটরসাইকেল সিঙ্গেল চার্জে 120 কিলোমিটার মতো রেঞ্জ দিতে সক্ষম। এর ডিজাইন বেশ নজরকাড়া। 2024 সালে ইলেকট্রিক বাইক কিনতে চাইলে এই মডেলটির সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।
Motovolt Urbn ইলেকট্রিক বাইকের ফিচার্স
এতে অত্যাধুনিক ফিচারের সু-বন্দোবস্ত রেখেছে কোম্পানি। এতে আপনারা মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি, প্যাডেল, পুষ বাটন স্টার্ট, স্প্লিট সিট সহ বিভিন্ন ফিচার্স পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে বেশ আকর্ষণীয় ডিজাইন রেখেছে। যা আপনাদের দেখে ভালো লাগবে।
Motovolt Urbn ইলেকট্রিক বাইকের রেঞ্জ
এই ইলেকট্রিক বাইকে 0.72 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়। এটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 120 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে। এছাড়া Motovolt Urbn ইলেকট্রিক মোটরসাইকেলে বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে এটি প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Motovolt Urban ইলেকট্রিক মোটরসাইকেলের দাম
এই ইলেকট্রিক মোটরসাইকেল কোম্পানি সস্তায় বাজারে নিয়ে এসেছে। Motovolt Urbn মাত্র 45 হাজার টাকা খরচ করে আপনারা কিনতে পারবেন।