Bike Loan

Moto Guzzi V85 TT: বাইক বাজারে শোরগোল! দুুর্দান্ত লুক ও ফিচারস এ ঠাসা বাইক দেখে হবেন অবাক

Aindrila Dhani

Published on:

moto-guzzi-v85-tt-price

Moto Guzzi লঞ্চ করতে চলেছে নতুন মডেল। যারা 900cc সেগমেন্টে নতুন বাইক কিনতে চাইছেন, তাঁদের জন্য এটি দারুন একটি বিকল্প হতে চলেছে। জেনে নিন বিস্তারিত।

ভারতীয় বাজারে প্রচুর সংখ্যক টু-হুইলার আপনারা দেখতে পেয়ে যাবেন। কমিউটার বাইক থেকে স্পোর্টস বাইক সব ধরনের মডেলই ভারতীয় রাস্তায় চলে। আজ আমরা আপনাদের জন্য একটি দারুণ বাইকের খোঁজ এনেছি।‌ এই বাইকের রয়েছে 23 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি।

Moto Guzzi V85 TT বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স

Moto Guzzi V85 TT বাইকে 853 সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 5000 rpm-এ 82 Nm টর্ক আর 7500 rpm-এ 75.09 bhp শক্তি উৎপাদন করে।

Moto Guzzi V85 TT বাইকের সেফটি ফিচারস

এই এডভেঞ্চার বাইকটির সুরক্ষার জন্য হ্যাজার্ড ওয়ারনিং সুইচ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে।

Moto Guzzi V85 TT বাইকের ডাইমেনশন

Moto Guzzi V85 TT বাইকের সিটের উচ্চতা 828 মিলিমিটার আর কার্ব ওয়েট 230 কেজি। এছাড়া বাইকটির দৈর্ঘ্য 2240 মিলিমিটার, প্রস্থ 950 মিলিমিটার, উচ্চতা 1325 মিলিমিটার, হুইলবেস 1530 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 210 মিলিমিটার। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 23 লিটার ও ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 2 লিটার। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক।

Moto Guzzi V85 TT বাইকের ফিচারস

এই অ্যাডভেঞ্চার বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে- রেইন, রোড আর অফ রোড। এছাড়া এতে রয়েছে লো ব্যাটারি ইন্ডিকেটর, এভারেজ স্পিড ইন্ডিকেটর, ডিজিটাল কনসোল, ইলেকট্রিক স্টার্ট ও পিলিয়ন ফুটরেস্ট। Moto Guzzi V85 TT বাইকে 41 মিলিমিটারের আপসাইড ডাউন হাইড্রোলিক টেলিস্কোপিক ফোর্ক, এডজাস্টেবল এক্সটেনশন আর স্প্রিং প্রিলোড সাসপেনশন রয়েছে।

Moto Guzzi V85 TT বাইকের দাম

এই বাইকের দাম শুরু হচ্ছে 17.62 লাখ টাকা থেকে। Moto Guzzi V85 TT-র প্রতিদ্বন্দ্বী- BMW F 850 GS, Kawasaki Ninja ZX 10 R, Suzuki Hayabusa ইত্যাদি।