Bike Loan

Montra Electric Super: দুর্দান্ত ফিচার্স সহ ভরপুর রেঞ্জ! রাস্তা দখলের দৌড়ে নতুন থ্রি হুইলার, দাম মাত্র নামে

Aindrila Dhani

Published on:

montra-electric-super

Montra Electric Super: বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষতঃ পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় পর থেকে তো এইসব ইলেকট্রিক গাড়ির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু কোম্পানি সম্প্রতি এই মার্কেটে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। তেমনই একটি মডেল হল Montra Electric Super। তবে এটি ইলেকট্রিক থ্রি হুইলার।

তামিলনাড়ুর ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টিআই ক্লিন‌ মোবিলিটি এর আগে মুরগাপ্পা গ্রুপের মন্ট্রা ইলেকট্রিক ব্র্যান্ডের অধীনে 2022 সালের সেপ্টেম্বর মাসে Montra Electric Super লঞ্চ করেছিল। এই সুপার অটো লঞ্চের মাধ্যমে মন্ট্রা ইলেকট্রিক থ্রি হুইলার সেগমেন্টে প্রবেশ করেছে। প্রথমদিকে দক্ষিণ ভারতে শুরু হলেও এখন সম্পূর্ণ ভারতে এই ইলেকট্রিক থ্রি হুইলার উপলব্ধ।

   

Montra Electric Super: ব্যাটারি

এই ইলেকট্রিক সুপার অটোর মাধ্যমে মন্ট্রা ইলেকট্রিক রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। এতে 10 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে। যা 60 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এটি চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ছুটতে পারে Montra Electric Super। এর গ্রেডিবিলিটি 21 শতাংশ।

Montra Electric Super: ডাইমেনশন

এই ইলেকট্রিক থ্রি হুইলারের দৈর্ঘ্য 2825 মিলিমিটার আর উচ্চতা 1750 মিলিমিটার। Montra Electric Super-এর হুইলবেস 2150 মিলিমিটার। এছাড়া সর্বনিম্ন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 207 মিলিমিটার।

Montra Electric Super: ভ্যারিয়েন্ট

Montra Electric Super মোট 3টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। যথা :- বেস মডেল ePV, মিড ভ্যারিয়েন্ট ePV 2.0 আর টপ ভ্যারিয়েন্ট ePX।

Montra Electric Super: ফিচার্স

এই ইলেকট্রিক অটোতে ডুয়াল বিম এলইডি হেডলাইট, মোবাইল চার্জিং সাপোর্ট, টেলগেট, 4.3 ইঞ্চির এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি ফিচার্স রয়েছে। এতে আপনারা 4টি রাইডিং মোড পেয়ে যাবেন। যথা :- ইকো, ড্রাইভ, পাওয়ার আর রিভার্স।

Montra Electric Super: দাম

এই ইলেকট্রিক থ্রি হুইলারের দাম 3.15‌ লাখ টাকা থেকে 3.50 লাখ টাকার মধ্যে।