Bike Loan

MG Comet EV: গরিবদের জন্য সস্তায় চার চাকা! চেহারা যেন ছোট হাল্ক, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

mg-comet-ev-price

ভারতীয় ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে Tata Motors-কে টক্কর দিতে MG কোম্পানি নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির ডিজাইন দেখে চোখ ফেরাতে পারবেন না আপনারা। Tata Motors-এর ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেকটাই সস্তা MG কোম্পানির ইলেকট্রিক গাড়ি। আপনিও যদি সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি পড়তে পারেন।

শুরু হয়ে গেছে MG Comet ইলেকট্রিক গাড়ির বুকিং। শক্তিশালী ব্যাটারি প্যাকের পাশাপাশি এতে পেয়ে যাবেন আধুনিক টেকনোলজির মোটর। এছাড়া এই গাড়িতে রয়েছে এডভান্স ফিচার‌। এটি এক চার্জে 230 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। জেনে নিন বিস্তারিত।

MG Comet EV: ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক গাড়িতে 17.3 কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যা একবার চার্জ হলে 230 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 3.3 কিলোওয়াটের চার্জার দেওয়া হয়েছে।

MG Comet EV: আধুনিক ফিচার

ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি MG Motors তাদের Comet EV-তে বেশ কিছু আধুনিক ফিচার যুক্ত করেছে। এতে 10.25 ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম আর 10.25 ইঞ্চির ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। এছাড়া এর স্টিয়ারিংয়ে অ্যাপেল i-pod-এর মতো অপশন পেয়ে যাবেন। এর পাশাপাশি রিভার্স পার্কিং ক্যামেরা, LED হেডলাইট, LED টেইল লাইট ইত্যাদি রয়েছে।

MG Comet EV: দাম

MG Comet EV-তে 3 টি ভেরিয়েন্ট রয়েছে- এক্সিকিউটিভ, এক্সাইট ও এক্সাইট এফসি। এক্সিকিউটিভ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 6.99 লাখ টাকা, এক্সাইট ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 7.98 লাখ টাকা আর এক্সাইট এফসি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 8.88 লাখ টাকা।