Bike Loan

MG Comet EV: পূরণ হবে গরিবের স্বপ্ন, সস্তাই গাড়ি কেনার বিরাট সুযোগ! ফুল চার্জে মাইলেজ 230 কিমি, দাম শুনে মাথায় হাত

Aindrila Dhani

Published on:

mg-comet-ev-price

ভারতীয় ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে Tata Motors-কে টক্কর দিতে MG কোম্পানি নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির ডিজাইন দেখে চোখ ফেরাতে পারবেন না আপনি। Tata Motors-এর ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেকটাই সস্তা MG কোম্পানির এই ইলেকট্রিক গাড়িটি। আপনিও যদি সস্তায় ইলেকট্রিক গাড়ির খোঁজে থাকেন, তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

পেট্রোল আর ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কারণে ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরের বাজার রমরমা। MG Comet EV একবার সম্পূর্ণ চার্জ দিলে কিন্তু 230 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই গাড়িতে আপনি ঝাক্কাস কিছু ফিচার পেয়ে যাবেন। এই গাড়ির লুক দেখলে আপনাদের মন ভালো তো হয়েই যাবে। কোম্পানি এই গাড়িতে প্রয়োজনীয় সকল সেফটি ফিচারের ব্যবহার করেছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই ইলেকট্রিক ফোর হুইলার।‌

   

MG Comet EV-র রেঞ্জ কত?

এই ইলেকট্রিক গাড়িতে 17.3 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ডুয়াল চার্জারের সাপোর্ট পেয়ে যাবেন। যার মধ্যে থেকে একটি হল 7.4 কিলোওয়াটের AC ফাস্ট চার্জিং সাপোর্ট আর অপরটি হল 3.3 কিলোওয়াটের AC ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রথমটি মাত্র 3 ঘণ্টার মধ্যে এই ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ করে ফেলবে আর দ্বিতীয়টির মাধ্যমে গাড়ি চার্জ হতে সময় লাগবে 7 ঘণ্টা মতো। তবে এই গাড়ি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 230 কিলোমিটার মতো রেঞ্জ দেবে।

কত জোরে ছুটতে পারে MG Comet EV?

এই ইলেকট্রিক ফোর হুইলারে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি পেয়ে যাবেন বড় ইলেকট্রিক মোটরের সুবিধা। এতে 17 কিলোওয়াটের BLDC টেকনোলজির মোটর রয়েছে। যা 41.2 bhp শক্তি ও 110 Nm টর্ক উৎপাদন করতে পারে। এর সাথে আপনারা অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা পেয়ে যাবেন। এর সাহায্যে MG Comet EV প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার বেগে ছুটতে পারে।

কী কী ফিচার্সের সুবিধা রয়েছে MG Comet EV-তে?

ফিচার্সের কথা বলতে গেলে, MG Comet EV-তে 10.23 ইঞ্চির ডিসপ্লে, এন্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, EBD, রেয়ার পার্কিং সেন্সর, ভয়েস কন্ট্রোল, মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ কানেক্টিভিটি সহ বেশকিছু আধুনিক ফিচারের সুবিধা রয়েছে।‌

MG Comet EV-র দাম কত?

এই ইলেকট্রিক ফোর হুইলারের দামের কথা বলতে গেলে, এতে আপনারা একাধিক ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এই গাড়ির এক্স শোরুম দাম 7.98 লাখ টাকা থেকে 9.99 লাখ টাকার মধ্যে।