Bike Loan

MG Comet EV 100-Year Limited Edition: নিমিষেই হবে চার্জ! চেহারা যেন ছোট হাল্ক, রইল খুঁটিনাটি

Aindrila Dhani

Published on:

mg-comet-ev-100-year-limited-edition

ভারতীয় ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে Tata Motors-কে টক্কর দিতে MG কোম্পানি নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির ডিজাইন দেখে চোখ ফেরাতে পারবেন না আপনারা। Tata Motors-এর ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেকটাই সস্তা MG কোম্পানির ইলেকট্রিক গাড়ি।

MG Motor India সম্প্রতি Hector, Comet EV, ZS EV ও Astor-এর 100 বছরের লিমিটেড এডিশন লঞ্চ করেছে। Comet EV-র স্পেশাল এডিশন গোটা দেশের ডিলারশিপে পৌঁছানো শুরু করেছে। এতে নতুন এভারগ্রীন বাহ্যিক রং যুক্ত করা হয়েছে। এছাড়া Comet EV স্পেশাল এডিশন ব্ল্যাক আউট রুফ ও ডিফিউজ ক্রোম ফিনিশে দেখতে পাবেন।

এই গাড়ির টেইলগেটে গাঢ় রঙের মধ্যে ব্যাজ দেওয়া হয়েছে। এভারগ্রীন থিমের ভিতরে ইনফোটেইনমেন্ট সিস্টেম UI রয়েছে। তদুপরি, সামনের সিটের হেডরেস্টে ‘100-বছর’ মাসকটগুলি খোদাই করা হয়েছে, যাতে আরও বোঝা যায়। Comet EV-তে 17.3 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। যার সাহায্যে মোটর 41‌ bhp শক্তি ও 110 Nm টর্ক উৎপাদন করে।

এখন থেকে Comet EV-তে 2টি চার্জিং পদ্ধতি থাকবে। একটি হল, 7.4 কিলোওয়াটের AC ফাস্ট চার্জার আর অপরটি হল, 3.3 কিলোওয়াটের AC চার্জার। এই চার্জার Comet EV-র ব্যাটারি মাত্র 2.5 ঘন্টায় 10 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। এই গাড়িতে রিভার্স পার্কিং ক্যামেরা, LED হেডলাইট, LED টেইল লাইট ইত্যাদি রয়েছে। শক্তিশালী ব্যাটারি প্যাকের পাশাপাশি এতে পেয়ে যাবেন আধুনিক টেকনোলজির মোটর। এছাড়া এই গাড়িতে রয়েছে এডভান্স ফিচার‌।