ভারতের গাড়ির বাজারকে চমকে দিতে Mercedes-Benz লঞ্চ করলো দুটি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি (Mercedes-Benz New Cars Launch)। একটি হল রিফ্রেশড Maybach GLS 600 এবং অপরটি AMG S 63 E Performance। নতুন আপগ্রেড এবং অধুনিক প্রযুক্তির কারণে এই গাড়িগুলি সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। এই দুই গাড়িতে ঠিক কী কী সুবিধা পাবেন এবং কত টাকায় Mercedes-Benz-র লঞ্চ করা এই গাড়িগুলি কিনে নিতে পারবেন? তা জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Mercedes-Benz Maybach GLS 600
Maybach GLS 600 গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হওয়ার পরেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করেছে। এই গাড়ির ফিচার এবং ডিজাইন গুলি হল-
ডিজাইন
Maybach GLS 600 গাড়িটিতে গ্রিল এবং পুনরায় ডিজাইন করা বাম্পার দেওয়া হয়েছে। এই গাড়িতে মেবাচ লোগো প্যাটার্ন যুক্ত এয়ার ইনটেক গ্রিলও আছে। পিছনের অংশে নতুন এলইডি টেল লাইট এর ব্যবস্থা করা আছে। এছাড়াও রয়েছে একটি টেল পাইপ।
ফিচার
ফিচারের দিক থেকে সংস্থার তরফ থেকে এই Maybach GLS 600 গাড়িটিকে অত্যন্ত উন্নত মানের করে তোলা হয়েছে। এতে যুক্ত হয়েছে একটি নতুন স্টিয়ারিং হুইল। সঙ্গে আছে এসি ভেন্ট। গ্রাফিক্সগুলিও আপডেট করা হয়েছে। সর্বশেষ আপডেট করা MBUX সফ্টওয়্যার যুক্ত আছে এই গাড়িতে। সেই সঙ্গে আছে টেলিমেটিক্স, একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি।
গাড়ির পিছনের সিটগুলির সঙ্গে বায়ুচলাচল ও ম্যাসাজ ফাংশন যোগ করা হয়েছে। এই সিটগুলি 43.5 ডিগ্রী পর্যন্ত হেলানোর ব্যবস্থাও থাকবে। এছাড়াও এই গাড়ির মধ্যে কিছু স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য যেমন ফোল্ড ডাউন আর্মরেস্ট ট্যাবলেট, টুইন 11.6 ইঞ্চি এমবিইউএক্স স্ক্রিন আছে। সঙ্গে আছে একটি 590W বার্মেস্টার 3D সাউন্ড সিস্টেম। সঙ্গে আছে ADAS স্যুট।
পারফরম্যান্স
GLS 600 গাড়িটিতে রয়েছে 4.0 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন। এই ইঞ্জিন 557hp এবং 770Nm টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটিতে আছে 9 স্পিড স্বয়ংক্রিয় ট্রান্সমিশন। মার্সিডিজ এর দাবি অনুসারে 0-100kph এ 4.9 সেকেন্ড সময়ের মধ্যে এই গাড়ির সর্বোচ্চ গতি 250kph।
কালার
এই GLS 600 গাড়িটি কেনার সময় ক্রেতা কালো, পোলার হোয়াইট এবং সিলভার মেটালিক, ডুয়াল টোন রং এর বিকল্পগুলি বেছে নিতে পারবেন।
Mercedes-Benz AMG S 63 E Performance
মার্সিডিজ এর সদ্য লঞ্চ করা গাড়িগুলি মধ্যে এটিও অন্যতম। এর ফিচার ও স্পেসিফিকেশন গুলি দেখে নিন।
ডিজাইন
এই গাড়িতে আছে মাউন্ট করা মার্সিডিজ লোগো। প্যানামেরিকানা গ্রিল সহ এতে আছে স্পোর্টিয়ার ফ্রন্ট বাম্পার এবং কোয়াড এক্সস্ট পাইপ।সেই সঙ্গে এতে একটি এএমজি স্পেক রিয়ার ডিফিউজার যুক্ত করা হয়েছে।
পারফরমেন্স
এই গাড়িতে 4.0 লিটার টুইনটার্বো V8 ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 190hp এবং 320Nm টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটিতে আছে 9 স্পীড গিয়ারবক্স। এই গাড়িতে রেস স্টার্ট ফাংশন রয়েছে। সংস্থার দাবি অনুসারে গাড়িটির রেঞ্জ 33কিমি পর্যন্ত এবং সর্বোচ্চ স্পিড 125kph।
Maybach GLS 600 এবং AMG S 63 E-র দাম
ভারতের বাজারে Mercedes-Benz-র লঞ্চ করা এই দুটি গাড়ির এক্স-শোরুম এর ভিত্তিতে মূল্য নির্ধারিত হয়েছে তিন কোটি টাকার ঊর্ধ্বে। Maybach GLS 600-র দাম রাখা হয়েছে 3.35 কোটি টাকা। অন্যদিকে AMG S 63 E গাড়িটি ভারতের বাজারে বিক্রি হবে 3.30 কোটি টাকাতে।