Bike Loan

Matter Aera: আর নয় খরচ নিয়ে চিন্তা, চমৎকার বাইক নিয়ে বাজার কাঁপাবে Matter Aera! তাকিয়ে থাকবে এলাকার সবাই

Aindrila Dhani

Published on:

matter-aera-price-2024

Matter Aera: বর্তমানে পেট্রোল আর ডিজেলের দাম উর্ধ্বমুখী। এত দামের কারণে অনেকেই বাইক চালানো বন্ধ করে দিয়েছেন। তবে সমস্যা থাকলে তার সমাধান নিশ্চিত থাকবে। তাই বাজারে চলে এসেছে একাধিক ইলেকট্রিক বাইক। এখন ইলেকট্রিক অটো মোবাইল ইন্ডাস্ট্রির বাজার রমরমা। আপনিও যদি এমনই কোন ইলেকট্রিক মডেল কিনতে চান তাহলে আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ুন।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Matter Aera ইলেকট্রিক বাইকের সম্পর্কে। ইলেকট্রিক বাইকের কথা উঠলেই তার রেঞ্জ, ডিজাইন আর গতিবেগের প্রশ্ন ওঠে। এখন ভারতীয় বাজারে এমন বেশ কিছু মডেল আপনারা পেয়ে যাবেন যেগুলি পেট্রোল চালিত বাইককে টক্কর দেয়ার জন্য যথেষ্ট। Matter Aera সিঙ্গেল চার্জে 146 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

   

Matter Aera: ইলেকট্রিক মোটর

এই ইলেকট্রিক বাইকের সবথেকে নজরকাড়া জিনিস হল এর শক্তিশালী ইলেকট্রিক মোটর। কোম্পানি এই ইলেকট্রিক বাইকে 10,000 ওয়াটের বিএলডিসি টেকনোলজির শক্তিশালী ইলেকট্রিক মোটরের ব্যবহার করেছে। এর সাহায্যে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 125 কিলোমিটার বেগে ছুটতে পারে Matter Aera।

Matter Aera: বড় ব্যাটারি

বেশ কিছু সময় ধরে Matter Aera ভারতীয় বাজারে পাওয়া যাচ্ছে। এই ইলেকট্রিক বাইক দীর্ঘ রেঞ্জ দিতে সক্ষম। এতে 3.6 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি। সিঙ্গেল চার্জে এই বাইক 146 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Matter Aera: দাম

এবার আপনাদের মনে এই ইলেকট্রিক বাইকের দাম সম্পর্কে প্রশ্ন আসতে পারে। Matter Aera-র দাম সাশ্রয়ী মূল্যে রেখেছে কোম্পানি। আপনারা 1.52 লাখ টাকার এক্স শোরুম দামে এটি কিনতে পারবেন‌। আবার চাইলে ফাইন্যান্স প্ল্যানেও নিতে পারেন। এই সম্পর্কে বিশদ জানতে কোম্পানির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।