Bike Loan

Maruti XL7: মাথা খারাপ করার মতো লুক! মন জিতেছে দেশবাসীর, যা মাইলেজ এক মাসেই টাকা উসুল

Aindrila Dhani

Published on:

maruti-xl7-features-mileage

Maruti XL7: ফোর হুইলার সেগমেন্টে মারুতি নতুন গাড়ি নিয়ে এসেছে। আপনি যদি নতুন গাড়ি কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। দুর্দান্ত মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে আসতে চলেছে Maruti XL7। মারুতির এই মডেলে আপনারা প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন।

এই নতুন মডেলে আপনারা ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর 360 ডিগ্রী ক্যামেরা পেয়ে যাবেন। এই গাড়ির ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল আর অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত রয়েছে। Maruti XL7 দুর্দান্ত বিকল্পগুলির মধ্যে থেকে অন্যতম।

   

Maruti XL7: ফিচার্স

এই গাড়িতে আপনারা বেশ কিছু দারুণ ফিচার্স পেয়ে যাবেন। এতে টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে রয়েছে। এছাড়া যেকোন সময় মোবাইল চার্জ করার জন্য ওয়্যারলেস মোবাইল চার্জিংয়ের সুবিধা এই গাড়িতে পেয়ে যাবেন। এর পাশাপাশি 360 ডিগ্রি ক্যামেরা, হাইট এডজাস্টেবল ড্রাইভার সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল আরএমবিয়েন্ট লাইটিংয়ের মতো সুবিধা রয়েছে।

Maruti XL7: ইঞ্জিন

মারুতির এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে, এতে বেশ শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। Maruti XL7-এ 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এটি দুর্দান্ত পাওয়ার ও টর্ক জেনারেট করতে পারে। এছাড়া দীর্ঘ মাইলেজ দিতে সক্ষম এই গাড়ি। এই ফোর হুইলারের ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন।

Maruti XL7: দাম

মারুতির এই আসন্ন গাড়িটির দাম সম্পর্কে বলতে গেলে, এর দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। Maruti XL7 ভারতীয় বাজারে 12 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন।