Bike Loan

Maruti Suzuki Swift Hybrid: মারুতির ধামাকাদার এন্ট্রি! পয়সা উসুল মাইলেজ, গ্যারান্টি পছন্দ হবেই

Aindrila Dhani

Published on:

maruti-suzuki-swift-hybrid-car

আমাদের দেশের মানুষের আর কিছুর শখ থাকুন না থাকুক, গাড়ির শখ ভরপুর মাত্রায় রয়েছে। তাই তো এদেশে এত রমরমিয়ে অটোমোবাইল সেক্টর ব্যবসা করছে। প্রতি বছর একটার পর একটা নতুন মডেল লঞ্চ হতেই থাকে। তবে এত গাড়ির ভিড়ে Maruti Suzuki-র ক্রেজ আলাদাই লেভেলের।

   

অনেকদিন আগে Maruti Suzuki Swift Hybrid ভারতীয় বাজারে লঞ্চ হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত গ্রাহকদের বেশ পছন্দের গাড়ি এটি। এর লুক থেকে পারফরম্যান্স সবই গ্রাহকদের ভালো লাগে। যেকোনো গাড়ি তার ফিচার্সের জন্যই জনপ্রিয় হয়ে ওঠে। Maruti Suzuki Swift Hybrid এমনই একটি গাড়ি। এতে দুর্দান্ত কিছু ফিচার্স রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই ফোর হুইলার।

Maruti Suzuki Swift Hybrid: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই গাড়িতে 1197cc-র 1.2 লিটারের K12C ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 4400 rpm-এ 118 Nm টর্ক ও 6000 rpm-এ 89.84 Ps শক্তি উৎপাদন করতে পারে। মারুতির এই ফোর হুইলার হাইব্রিড ইঞ্জিনের সাহায্যে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Maruti Suzuki Swift Hybrid: ফিচার্স

এই গাড়ি তার পারফরম্যান্সের পাশাপাশি ফিচার্সের জন্যেও কিন্তু বিখ্যাত। Maruti Suzuki Swift Hybrid-এ আকর্ষণীয় স্টিয়ারিং হুইল, অ্যাডজাস্টেবল সিট, এয়ার ব্যাগ, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি রয়েছে। এছাড়া সাইড প্রোফাইলে অ্যালয় হুইল রয়েছে।‌ এই হাইব্রিড গাড়িতে মনোরঞ্জনের জন্য মিউজিক সিস্টেম পেয়ে যাবেন।‌ পাশাপাশি পিছন দিকে ক্যামেরা দিয়েছে কোম্পানি। এই গাড়ির লুক লাইটিংয়ের জন্য অনেকবেশি মডার্ণ দেখায়।

Maruti Suzuki Swift Hybrid: দাম

সবার বাজেট সমান হয় না। কিন্তু এই গাড়ি বেশিরভাগ মানুষের বাজেটে উপলব্ধ। Maruti Suzuki Swift Hybrid-এর দাম 6 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে।