ভারতীয় বাজারে বেশ কয়েকটি ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। তবে এই সব কোম্পানির মধ্যে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি। SUV সেগমেন্টে এই কোম্পানির গাড়ি গ্রাহকদের ভীষণ পছন্দের। আকর্ষণীয় ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন সহ হুলুস্থুল ফেলতে চলে এসেছে নতুন ফোর হুইলার। জেনে নিন বিস্তারিত।
Maruti Suzuki Swift আপনারা এবার নিজেদের বাজেটে পেয়ে যাবেন। শক্তিশালী ইঞ্জিন দিয়ে বাজার মাত করে দেবে এই গাড়ি। মাত্র 73,000 টাকাতেই বাড়িতে আনতে পারবেন এই মডেলটি। এতে রয়েছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। প্রতি লিটারে প্রায় 26 কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি।
Maruti Suzuki Swift: ইঞ্জিন
Maruti Suzuki Swift-এ 1197cc-র মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 80.46 bhp শক্তি ও 111.7 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এছাড়া MMT ট্রান্সমিশনের সাপোর্ট রয়েছে। দুর্দান্ত পারফরম্যান্স ও শক্তিশালী ইঞ্জিন সহ বাজার কাঁপাতে আসছে Maruti Suzuki Swift। এই গাড়ি প্রতি লিটারে 24.8 কিলোমিটার থেকে 25.75 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
Maruti Suzuki Swift: দাম
এই ফোর হুইলারের এক্স শোরুম দাম 6.49 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। আর Maruti Suzuki Swift-এর টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 9.64 লাখ টাকা।
Maruti Suzuki Swift: ফাইন্যান্স প্ল্যান
আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। মারুতি সুইফটের বেস মডেলের ক্ষেত্রে 46 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তার পরে আপনাকে পরবর্তী 60 মাসের জন্য প্রতি মাসে 12,949 টাকা মাসিক ইএমআই দিতে হবে।