Bike Loan

Maruti Suzuki S Presso: ভারতীয় জন্য বিরাট ছাড়, 6 লাখের গাড়ি পাবেন 3 লাখে! স্বপ্ন পূরণের এই বড় সুযোগ, এই অফারের সুযোগ নিন

Aindrila Dhani

Published on:

maruti-suzuki-s-presso-offer

Maruti Suzuki S Presso: বহু মানুষের স্বপ্ন নিজস্ব গাড়ি চালানোর। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অবস্থা। নিজের ও নিজের পরিবারের ইচ্ছে পূরণ করতে এবার বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন নতুন ফোর হুইলার। আপনি যদি সস্তায় ভালো কোয়ালিটির গাড়ির খোঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।

   

আমরা কথা বলছি বিখ্যাত গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি মারুতি সুজুকির সম্পর্কে। এই কোম্পানি তাদের আসন্ন গাড়ি Maruti Suzuki S Presso-র মাধ্যমে গ্রাহকদের মনে কব্জা করতে চলেছে। সস্তায় এই গাড়ি আপনারা কিনতে পারবেন। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের ফিচারের সুবিধা। যথেষ্ট স্পেস ও ভালো মাইলেজ রয়েছে এই গাড়িতে।

Maruti Suzuki S Presso: শক্তিশালী ইঞ্জিন

Maruti Suzuki S Presso-তে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। যা 68 Ps শক্তি ও 89 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। ভালো পারফরমেন্সের জন্য এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত করেছে কোম্পানি। এছাড়া এই গাড়িতে 5 স্পিড AMT গিয়ার বক্সের বিকল্প পেয়ে যাবেন। পেট্রোল ভ্যারিয়েন্টের পাশাপাশি মারুতি সুজুকির এই বিখ্যাত গাড়িতে রয়েছে সিএনজি ভ্যারিয়েন্ট। এটি 56.69 Ps শক্তি ও 82.1 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ভ্যারিয়েন্টে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।

Maruti Suzuki S Presso: মাইলেজ

মাইলেজের কথা বলতে গেলে, Maruti Suzuki S Presso আপনাদের বেশ কিছু টাকা খরচ হওয়ার হাত থেকে বাঁচাবে। এই গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 24 কিলোমিটার থেকে 26 কিলোমিটার মাইলেজ দিতে পারে। অপরদিকে সিএনজি ভ্যারিয়েন্ট প্রতি কিলোগ্রামে 33 কিলোমিটার মাইলেজ দেয়।

Maruti Suzuki S Presso: ফিচার্স

এই গাড়িতে এডভান্স ফিচারের সুবিধা রয়েছে। এতে আপনারা 7 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এর সাথে অ্যাপেল কার প্লে আর এন্ড্রয়েড অটো কানেক্টিভিটি সাপোর্ট পেয়ে যাবেন। পাশাপাশি এই গাড়িতে রয়েছে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। এই গাড়ির সামনে পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন। Maruti Suzuki S Presso-তে কীলেস এন্ট্রি, স্টেবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রিক এডজাস্টেড ORVMs, এয়ার ফিল্টার ইত্যাদি রয়েছে।

কীভাবে 3.43 লাখ টাকায় Maruti Suzuki S Presso কিনবেন?

দামের কথা বলতে গেলে, Maruti Suzuki S Presso-তে আপনারা চারটি ম্যানুয়াল ভ্যারিয়েন্ট, দুটি অটোমেটিক ভ্যারিয়েন্ট আরেকটি সিএনজি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এর এক্স শোরুম দাম 4.25 লাখ টাকা থেকে 6.20 লাখ টাকার মধ্যে। তবে আপনি যদি CSD মাধ্যমে এই গাড়ি কেনেন, তাহলে মাত্র 3.43 লাখ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে আপনার পরিবারে কাউকে ভারতীয় সেনায় কর্মরত হতে হবে।