Maruti Suzuki Celerio: ফোর হুইলার সেগমেন্টে এবার নতুন গাড়ি পেয়ে যাবেন আপনার বাজেটে। আপনি কি ফোর হুইলার কিনতে চাইছেন? এবার কম্প্যাক্ট সাইজের মধ্যে সাশ্রয়ী মূল্যে আপনি দারুণ একটি মডেল পেয়ে যাবেন। আমরা কথা বলছি, Maruti Suzuki Celerio-র সম্পর্কে। ফোর হুইলার সেগমেন্টে আকর্ষণীয় একটি বিকল্প এই মডেল। এর লুক থেকে শুরু করে মাইলেজ সবই আপনাদের ভালো লাগবে।
Maruti বহু পুরনো একটি কোম্পানি। এর বেশ কিছু মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পাবেন। Maruti Celerio-তে 1 লিটারের পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। আর সাথে রয়েছে ম্যানুয়াল ও AMT গিয়ার বক্সের বিকল্প। এতে আপনারা CNG ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। ফলে পেট্রোলের অতিরিক্ত খরচ অনেকটাই বাঁচবে। এর ইন্টেরিয়র ডিজাইন বেশ আকর্ষণীয়। সুরক্ষার দিকেও সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি।
Maruti Suzuki Celerio: ইঞ্জিন
Maruti Suzuki Celerio-তে 998cc-র পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে পেট্রোল ও সিএনজি দুটি বিকল্পই পেয়ে যাবেন। এই দুটি ইঞ্জিনই বেশ ভালো মাইলেজ দিতে সক্ষম। এই গাড়ির সাসপেনশন সেটআপ আগের মতোই রাখা হয়েছে। নিঃসন্দেহে এই মডেলে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। এই গাড়ি প্রতি লিটারে 25 কিলোমিটার মাইলেজ দিতে পারে। সিএনজি ভ্যারিয়েন্টে এই গাড়ি প্রতি কেজিতে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Maruti Suzuki Celerio: ফিচার্স
মারুতির এই গাড়িতে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পুশ বাটন স্টার্ট/স্টপ, কীলেস এন্ট্রি, ম্যানুয়াল এসি, ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন, রেয়ার পার্কিং সেন্সরের মতো ফিচার্স রয়েছে।
Maruti Suzuki Celerio : দাম
দামের কথা বলতে গেলে, Maruti Suzuki Celerio এদিক থেকে দারুণ বিকল্প। 2024 সালে নতুন গাড়ি কিনতে চাইলে 5.17 লাখ টাকা খরচ করে এটি কিনতে পারেন। তবে এর টপ ভ্যারিয়েন্টের দাম 7 লাখ টাকা।