Bike Loan

Maruti Suzuki Alto K10: ফের নতুন রুপে রাস্তা কাঁপাবে সবার প্রিয় Alto! আগের থেকে আরও বেশি মাইলেজ, মধ্যবিত্তের সেরা চয়েস

Aindrila Dhani

Published on:

maruti-suzuki-alto-k10

Maruti Suzuki Alto K10 : গাড়ি কেনার সময় অনেকেই মাইলেজকে প্রথম অগ্রাধিকার দিয়ে থাকেন। পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে সবাই চায় গাড়ির মাইলেজ যেন বেশি হয়। যা গ্রাহকের বেশ খানিকটা খরচ কমিয়ে দেবে। খুব শীঘ্রই Maruti Suzuki Alto K10 বাজারে আসতে চলেছে।

এই গাড়িটি আধুনিক ফিচার্সে ভরপুর। এই মডেলটি বাজারে ভালোই জনপ্রিয়তা পাবে বলে কোম্পানি আশাবাদী। সুজুকি মোটর কর্পোরেশন আগামী 10 বছরের জন্য আধুনিক প্রযুক্তি কৌশল তৈরি করেছে। কোম্পানির এই কৌশলের মূল উদ্দেশ্য হল যানবাহন থেকে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশ দূষণ রোধ করা। এই গাড়ির ওজন তুলনামূলক কম হবে। তবে গাড়িটির লঞ্চ সম্পর্কে তেমন কোনো তথ্য সামনে আসেনি।

   

Maruti Suzuki Alto K10 ওজনে হালকা হবে

Alto K10 তরুণদের খুব পছন্দের। এতে অনেক আধুনিক ফিচারও রয়েছে। এর আগে এই গাড়িটির পুরোনো সংস্করণ বাজারে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল। এখন নতুন মডেলটি 100 কেজির চেয়ে হালকা হতে পারে। হালকা গাড়ি থাকার অনেক সুবিধা রয়েছে। ফলে গাড়ি তৈরি করতে কম উপাদানের প্রয়োজন হবে আর কম শক্তি খরচ হবে। শুধু তাই নয়, রাস্তায় গাড়ি চালানোর সময় তেলও কম লাগবে, যার কারণে পুরনো মডেলের থেকে মাইলেজ বেশি হবে বলে আশা করা যাচ্ছে। কোম্পানির মতে, একটি গাড়ির ওজন যদি 200 কম করা যায়, তবে তা প্রস্তুত করতে 20 শতাংশ কম শক্তির প্রয়োজন হবে। শুধু তাই নয় গাড়ি চালাতে 6 শতাংশ কম শক্তি খরচ হবে। এর সহজ অর্থ দাঁড়ায় নতুন Maruti Suzuki Alto K10 তৈরি করতে 10 শতাংশ শক্তি কম খরচ হবে।

Maruti Suzuki Alto K10-এর আধুনিক টেকনোলজি

Maruti Suzuki Alto K10 গাড়িটি আধুনিক টেকনোলজিতে ভরপুর হবে বলে শোনা যাচ্ছে‌। কোম্পানি জানিয়েছে যে, এটি তাদের HerTech প্ল্যাটফর্ম উন্নত করতে কাজ করবে। এর ফলে আগামী দশ বছরে Alto K10-এর ওজন আরও 15 শতাংশ কমতে পারে।

Maruti Suzuki Alto K10-এর মাইলেজ

গাড়িটির মাইলেজের কথা বলতে গেলে, Maruti Suzuki Alto K10 এক লিটার পেট্রোলে নিশ্চিন্তে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। লঞ্চের তারিখ নিয়ে এখনও কিছু তথ্য কোম্পানি জানায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, এই গাড়ির ভ্যারিয়েন্ট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে।