আর্থিক অবস্থা যা-ই হোক না কেন, গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের প্রিয় গাড়ি হল Maruti Suzuki Alto। এটি ভারতীয় মধ্যবিত্ত পরিবারদের মধ্যে বেশ জনপ্রিয় এক নাম। এতে দীর্ঘ মাইলেজ আর আধুনিক ফিচার্স রয়েছে। এছাড়া Maruti Suzuki Alto-র লুক ও ডিজাইন বেশ নজরকাড়া।
গত কয়েক বছরে Maruti Suzuki Alto-র চাহিদা খুব বেড়ে গেছে। এমনকি কোম্পানির পক্ষেও সেই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এই কারণে মারুতি সুজুকি Maruti Suzuki Alto-র ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা Maruti Suzuki Alto EV-র সম্পর্কে কথা বলব। জেনে নিন বিস্তারিত।
Maruti Suzuki Alto EV: ডিজাইন
বর্তমান সময়ে অতিরিক্ত জ্বালানি তেলের খরচ বাঁচাতে বহু মানুষ ইলেকট্রিক গাড়ি ব্যবহার করা শুরু করেছেন। এবার বাজারে আসতে চলেছে Maruti Suzuki Alto EV। এই মডেলটি ভারতীয় রাস্তায় চালানোর জন্য স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে। কোম্পানি সম্প্রতি একটি নতুন মিশন শুরু করেছে, যার নাম ‘মিশন গ্রীন মিলিয়ন’। এর উদ্দেশ্য হল আগামী কয়েক বছরের মধ্যে 10 লাখের বেশি পরিবেশ বান্ধব যানবাহন বিক্রি।
Maruti Suzuki Alto EV: ব্যাটারি ও রেঞ্জ
Maruti Suzuki Alto EV সম্ভবত দুই অথবা তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী, এই গাড়িতে 22 কিলোওয়াট পর্যন্ত ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে। যা 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। তবে এই গাড়ির টপ ভেরিয়েন্টে 35 ওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হলে, তা 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।
Maruti Suzuki Alto EV: সুরক্ষা
সুরক্ষার দিকে খেয়াল রেখে Maruti Suzuki Alto EV-তে সব প্রয়োজনীয় ফিচারের ব্যবস্থা থাকবে। এতে আপনারা ডুয়েল এয়ার ব্যাগ, ABS, EBD সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন। এছাড়া ইলেকট্রনিক্স স্টেবিলিটি কন্ট্রোল আর হিল স্টার্ট অ্যাসিস্টের মতো ফিচার্স থাকবে।
Maruti Suzuki Alto EV গাড়ির দাম
এই ইলেকট্রিক গাড়ি 2025 সালে লঞ্চ হবে। লঞ্চ হওয়ার পর Maruti Suzuki Alto EV-র সঠিক দাম জানা যাবে। তবে রিপোর্ট অনুযায়ী, এই গাড়ির এক্স শোরুম দাম 5 লাখ টাকা থেকে 8 লাখ টাকার মধ্যে হতে পারে।