Bike Loan

Maruti Jimny: আগুন লুক! রাস্তা ছেড়ে ছুটবে পাহাড়-জঙ্গলের বুক চিরে, মুগ্ধ করবে ফিচার

Aindrila Dhani

Published on:

maruti-jimny-price-june-2024

অটো সেক্টরে প্রতিদিন বিভিন্ন ধরণের যানবাহন লঞ্চ করা হচ্ছে। যার মধ্যে দুই চাকার পাশাপাশি চার চাকার গাড়িও রয়েছে। এখন মাহিন্দ্রা থার সম্পর্কে সকলেই জানেন। এটি সবচেয়ে জনপ্রিয় এসইউভি।

   

এটি মাহিন্দ্রা কোম্পানির অন্যতম জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন মডেল। তবে বাজারে মাহিন্দ্রা থারের সঙ্গে পাল্লা দিতে এই সেক্টরে লঞ্চ হয়েছে মারুতি জিমনি। কোম্পানি মারুতি জিমনির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। যথা :- জেটা এমটি (Zeta MT) এবং আলফা এমটি (Alpha MT)।

Maruti Jimny-র ইঞ্জিন ও পারফরম্যান্স

কোম্পানি এই SUV-তে 1.5 লিটারের কে-সিরিজ ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে। যা 103 bhp শক্তি এবং 134 Nm টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি 5-স্পীড ম্যানুয়াল এবং 4-স্পীড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। এতে 40 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

ARAI (অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া) অনুসারে, Maruti Jimny প্রতি লিটারে 16.94 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। অপরদিকে অটোমেটিক ভেরিয়েন্টটি প্রতি লিটার পেট্রোলে 16.39 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Maruti Jimny-র ফিচার্স

Maruti Suzuki Jimny Thunder এডিশনের লুক এবং ফিচার্স সম্পর্কে বলতে গেলে, এর সামনের বাম্পার, বাইরের দিকে অবস্থিত রেয়ার ভিউ মিরর, বনেট এবং সাইড ফেন্ডারে বিশেষ গার্নিশ দেওয়া হয়েছে। এতে সাইড ডোর ক্ল্যাডিং, ফ্রন্ট স্কিড প্লেট, ডোর সিল গার্ড এবং বিশেষ গ্রাফিক্স রয়েছে। এর ভিতরে রাস্টিক টার্ন রঙে ফ্লোর ম্যাট এবং গ্রিপ কভার দেওয়া হয়েছে।

Maruti Jimny-র দাম

Maruti Jimny Zeta MT ভেরিয়েন্টের দাম 12.74 লক্ষ টাকা থেকে শুরু এবং Alpha MT ভেরিয়েন্টের দাম শুরু 13.69 লক্ষ টাকা থেকে।