Bike Loan

Maruti Ignis Radiance Edition: এবার হাতের নাগালেই মারুতির ধুরন্ধর গাড়ি! চাবুক লুকে মন কেড়েছে চালকদের সঙ্গে ভরপর মাইলেজ

Aindrila Dhani

Published on:

maruti-ignis-radiance-edition-launched

মারুতি একটি বিখ্যাত ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 2017 সালে এই কোম্পানি তাদের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক Ignis বাজারে পেশ করেছিল। যা ইতিমধ্যে 2.8 লাখ ইউনিটের বেশি বিক্রি হয়েছে। এবার এই ফোর হুইলারের নয়া স্পেশাল এডিশন আনতে চলেছে মারুতি। এই এডিশনের নাম রাখা হয়েছে – Radiance edition। এই এডিশনে আপনারা Maruti Ignis-এর সব ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তবে মিড স্পেক ডেল্টা ভ্যারিয়েন্ট লঞ্চ করবে না কোম্পানি। এই এডিশনে হ্যাচব্যাকের জন্য উন্নতমানের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। Maruti Brezza Urbano Edition-এর মতোই Maruti Ignis-এর এই Radiance edition।

   

Ignis Radiance edition-এ কী কী থাকবে?

Ignis Radiance edition আসার সাথে সাথেই Maruti Ignis-এর দামে 35 হাজার টাকার পার্থক্য এসেছে।‌ আগে এই হ্যাচব্যাকের দাম ছিল 5.84 লাখ টাকা, এখন সেই দাম কমে 5.49 লাখ টাকা হয়েছে। এই এডিশনের বেস ভ্যারিয়েন্টে হুইল কভার, ডোর ভিজর, ক্রোম ফিনিশে বডি সাইড মোল্ডিং থাকবে। যার দাম পড়বে 3 হাজার 650 টাকা। আপনি যদি প্রতিটি জিনিস পৃথক পৃথক ভাবে বেছে নেন, তাহলে সবকটির দাম পড়বে 5 হাজার 320 টাকা।

তবে আপনি এই স্পেশাল এডিশনের হায়ার স্পেক জেটা ও আলফা ভ্যারিয়েন্ট নিতে চাইলে, কোম্পানির তরফ থেকে সিট কভার, কুশন, ডোর ক্ল্যাডিং, ডোর ভিসর পেয়ে যাবেন। যার দাম পড়বে 9 হাজার 500 টাকা। এই জিনিসগুলি পৃথক পৃথক ভাবে বেছে নিলে খরচ পড়বে 11 হাজার 971 টাকা।

Maruti Ignis হ্যাচব্যাকের ইঞ্জিন

কোম্পানি তাদের Maruti Ignis-এ 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 83 Ps শক্তি ও 113 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সাথে আপনি 5 স্পিড ম্যানুয়াল আর 5 স্পিড AMT গিয়ার বক্সের বিকল্প পেয়ে যাবেন। ম্যানুয়াল ও AMT উভয় ভার্সনের সাহায্যে এই হ্যাচব্যাক প্রতি লিটার পেট্রোলে 20.89 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Maruti Ignis হ্যাচব্যাকের ফিচার্স

এই গাড়িতে 7 ইঞ্চির টাচ স্ক্রিন, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, অটোমেটিক এসি, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, কীলেস এন্ট্রি ও পুষ বাটন স্টার্ট/স্টপের মতো ফিচার্স রয়েছে। সুরক্ষার দিক থেকেও কম যায় না এই হ্যাচব্যাক। এই ফোর হুইলারে ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, রিভার্স ক্যামেরা আর ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের মতো সেফ্টি ফিচার্স রয়েছে।

Maruti Ignis হ্যাচব্যাকের দাম

এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হয়েছে 5.49 লাখ টাকা থেকে। এর প্রতিদ্বন্দ্বী হল-‌ Tata Tiago, Maruti Celerio, Maruti WagonR ইত্যাদি। এছাড়া Tata Punch ও Hyundai Exter-এর মতো মাইক্রো এসইউভি এই তালিকায় রয়েছে।