ভারতে বেশ কিছু কোম্পানি ফোর হুইলার সেগমেন্টে রমরমিয়ে ব্যবসা করছে। সেগুলির মধ্যে থেকে অন্যতম হল মারুতি সুজুকি। এই কোম্পানি বাজেট সেগমেন্টে দুর্দান্ত কোয়ালিটির ফোর হুইলার লঞ্চ পড়ে থাকে। এমনিতে মারুতি সুজুকির বেশকিছু মডেল ভারতে রয়েছে। তবে আজকের প্রতিবেদনে আমরা কথা বলব আসন্ন Maruti Brezza-র সম্পর্কে।
এই ফোর হুইলারটি সম্পূর্ণ নতুন লুকে তথা নতুন অবতারে লঞ্চ করা হয়েছে। আগের তুলনায় দামও বেশ খানিকটা কম। এতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আর চাইল্ড সিটের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়ি পেট্রোল আর সিএনজি উভয় জ্বালানিতেই চালানো সম্ভব।
Maruti Brezza S: ফিচার্স
মারুতির এই ফোর হুইলারে আধুনিক ফিচার এর ব্যবহার করা হয়েছে। এই গাড়ির বেস ভ্যারিয়েন্টে ইলেকট্রনিক এডজাস্টেবল ORVM, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, চাইল্ড সিট মাউন্ট, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পার্কিং সেন্সর, 12 ভোল্টের পাওয়ার রকেট, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদির সুবিধা রয়েছে। এর পাশাপাশি সেন্ট্রাল লুকিং, মিউজিক সিস্টেম ও এয়ার ব্যাগের মতো এডভান্স ফিচার পেয়ে যাবেন।
Maruti Brezza S: ইঞ্জিন
এই গাড়িতে পেট্রোল আর সিএনজি উভয় মোড পেয়ে যাবেন। এই এসইউভি-তে 1.5 লিটারে ন্যাচারালি অ্যাসপিরেটেড BF পেট্রল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 136 Nm টর্ক ও 99.2 bhp শক্তি উৎপাদন করতে পারে। অপরদিকে সিএনজি মোডে ইঞ্জিন 121.5 Nm টর্ক ও 86.7 bhp শক্তি উৎপাদন করে।
Maruti Brezza S: দাম
দামের কথা বলতে গেলে, এই ফোর হুইলারের দাম আগের থেকে কমেছে। ভারতীয় বাজারে Maruti Brezza S সিএনজি ভ্যারিয়েন্ট 9.4 লাখ টাকায় উপলব্ধ।