Bike Loan

গাড়ি বাজারে নতুন চমক, একের পর এক নতুন গাড়ি! কোনটা ছেড়ে কোনটা নেবেন? ফিচার শুনলে চমকে যাবেন আপনিও

Published on:

mahindra-xuv-3x0-ev

ভারতীয় অটোমোবাইল বাজারে বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থার মধ্যে Mahindra-র গাড়িগুলি ক্রেতারা অত্যন্ত পছন্দ করেন। ক্রেতাদের আকর্ষণের কথা মাথায় রেখে এই গাড়ি নির্মাণকারী সংস্থাটিও একাধিক ভেরিয়েন্টের উন্নত প্রযুক্তির গাড়ি বাজারে নিয়ে আসে। সাধ্যের মধ্যেই দামে এই গাড়ি গুলিতে পাওয়া যায় দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন।

   

Mahindra শীঘ্রই ভারতের বাজারে তাদের নির্মিত উন্নত মানের আরো তিনটি SUV গাড়ি লঞ্চ করতে চলেছে। পারফরম্যান্স, মাইলেজ এবং বৈশিষ্ট্যের দিক থেকে সেই গাড়িগুলি হবে সেরা। নির্মাণকারী সংস্থার তরফ থেকে অবশ্য এখনো পর্যন্ত অবশ্য এই তিনটি গাড়ির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে একটি বিশেষ রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে আগামী বছরের মধ্যেই বাজারে চলে আসবে মাহিন্দ্রার এই তিনটি গাড়ি। এখনো পর্যন্ত এই তিনটি গাড়ি সম্পর্কে কি কি বিস্তারিত তথ্য জানা গেছে তা এই প্রতিবেদনের মাধ্যমে আপনিও জেনে নিন। 

শীঘ্রই বাজারে আসতে চলেছে Mahindra XUV 3X0 EV

ভারতের বাজারে বর্তমানে ইলেকট্রিক গাড়ি চাহিদা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই মাহিন্দ্রা আনতে চলেছে তাদের Mahindra XUV 3X0 EV। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বৈদ্যুতিক সংস্করণের গাড়িটি বাজারে নিয়ে আসতে চলেছে কোম্পানি। সংস্থার গাড়ি গুলির তালিকায় নতুন আনা এই গাড়িটিকে XUV400 এর নিচে স্থান দেওয়া হবে।

আশা করা যাচ্ছে পারফরম্যান্সের দিক থেকেও এই গাড়িটি হবে সেরা। এই 5 সিটার SUV টির 350 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে এই গাড়িটি কবে লঞ্চ হবে সেই সম্পর্কে বিস্তারিত কোন তথ্যই প্রকাশ করেনি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রা। মনে করা হচ্ছে ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর এই গাড়িটি Nexon EV এর বেস মডেলের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে।

লঞ্চ করা হবে  Mahindra Thar Roxx

ভারতীয় বাজারের নতুন যে তিনটি উন্নত মানের গাড়ি mahindra নিয়ে আসতে চলেছে তার মধ্যে অন্যতম একটি হলো Mahindra Thar Roxx। আশা করা যাচ্ছে যে কোম্পানি এই গাড়িটিকে স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থাৎ 15 আগস্ট, 2024 তারিখে লঞ্চ করতে পারে। এই গাড়ির সামনের অংশ গুলি হবে আধুনিকতায় সজ্জিত। এর সাথে আপডেটেড ল্যাডার ফ্রেমের উপর ভিত্তি করে এই নতুন মডেলটিকে নির্মাণ করা হবে। এর ফলে এই গাড়িটি নিজের অফ রোড ক্ষমতা বজায় রাখতে সক্ষম হবে। সেইসঙ্গে এই নতুন আপডেট হওয়া গাড়িটিতে আগের থেকে অনেক বেশি স্পেস এবং নতুন নতুন আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হবে বলেই মনে করা হচ্ছে। এই Mahindra Thar গাড়িটিতে ওয়্যারলেস Apple CarPlay এবং Android Auto সংযোগ সহ একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও দেওয়া হবে। সেই সঙ্গে এর দামটিও হবে সাধারণের সাধ্যের মধ্যেই।

গাড়ির বাজারে চমক আনতে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত Mahindra XUV.e8 

Mahindra XUV700 এর বৈদ্যুতিক SUV XUV.E8 সম্ভাব্য 2024 সালের ডিসেম্বর মাস নাগাদ ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। এই গাড়ির অভ্যন্তরে নতুন করে একটি ট্রিপল স্ক্রিন লেআউট এবং একটি নতুন টু স্পোক স্টিয়ারিং হুইল দেওয়া হবে। XUV.E8 গাড়িটি একক চার্জে 500 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে পারবে বলেও মনে করা হচ্ছে। আর এই কারণেই এই গাড়িটি ক্রেতাদের কাছে আকর্ষণীয় সাড়া পাবে বলে আশাবাদী নির্মাণকারী সংস্থা।