Bike Loan

Mahindra Global Pickup: বাহুবলি ইঞ্জিন সহ দুর্দান্ত লুক! হাল্কের মত চেহারা নিয়ে বাজার কাঁপাবে, একবার দেখলে চোখ সরানো যাবেনা

Aindrila Dhani

Published on:

mahindra-global-pickup-price

ভারতের বিখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা বিশ্ব বাজারে তাদের জনপ্রিয়তা বজায় রাখতে স্করপিও-র পিকআপ ভার্সন গ্লোবাল পিকআপ পেশ করেছেন। এতে প্রিমিয়াম অডিও সিস্টেম, 5G কানেক্টিভিটি, সিঙ্গেল প্যান সানরুফ, সেমি অটোমেটিক পার্কিং সহ বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। মাহিন্দ্রা গ্লোবাল পিকআপ সম্বন্ধে জেনে নিন।

Mahindra Global Pickup: ফিচার্স

সবার প্রথমে আমরা এই গাড়িটির ফিচার্স সম্বন্ধে কথা বলব। এতে অ্যাডভান্স ফিচার রয়েছে। কোম্পানি আধুনিক টেকনোলজির ব্যবহার করে এই গাড়িতে লেভেল 2 অ্যাডভান্স ড্রাইভিং এসিস্ট সিস্টেম, সেমি অটোমেটিক পার্কিং, 5G বেসড কানেক্টিভিটি ফিচার ও সানরুফের ব্যবহার করেছেন। এর পাশাপাশি প্রিমিয়াম অডিও সিস্টেম আর সেমি অটোমেটিক পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন।

   

Mahindra Global Pickup: ইঞ্জিন

এবার যদি আমরা ইঞ্জিনের সম্বন্ধে কথা বলি, মাহিন্দ্রা গ্লোবাল পিক আপ মডেলটিতে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম mHawk ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে‌। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত থাকবে। আপাতত এটি কনসেপ্ট মডেল। ফলে এই গাড়িতে ক্রমাগত পরিবর্তন এনেই চলেছে কোম্পানি। মাহিন্দ্রা গ্লোবাল পিকআপ ফোর হুইলার 4WD অর্থাৎ 4 হুইল ড্রাইভ রয়েছে। এর পাশাপাশি শিফ্ট অন দ্য ফ্লাই ক্যাপাসিটি থাকতে পারে। এছাড়া এই গাড়িতে চারটি ড্রাইভিং মোড পেয়ে যাবেন। যথা:- নর্মাল, গ্রাস গ্রেবল স্নো, মড আর স্যান্ড।

Mahindra Global Pickup: লঞ্চ

মাহিন্দ্রার এই গাড়িটির লঞ্চ সম্পর্কে বলতে গেলে, কোম্পানি তেমন কোনো তথ্য সামনে আনেনি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর ভারতে প্রধানত এই গাড়ি লঞ্চ করা হবে। এর প্রোডাকশন ভার্সনটি ডিজেল ইঞ্জিন সহ পেশ করা হতে পারে। তবে এশিয়ার বেশ কয়েকটি এসে মাহিন্দ্রা গ্লোবাল পিক আপ পেট্রোল ভার্সনে লঞ্চ করা হবে।