Bike Loan

Mahindra BSA Gold Star 650: 650 সিসির সুপার চাবুক বাইক! লঞ্চ হচ্ছে Mahindra-র বুলেট, রাস্তায় নামলে হা করে দেখবে সবাই

Aindrila Dhani

Published on:

mahindra-bsa-gold-star-650-mileage

Mahindra BSA Gold Star 650: Bullet আর Jawa-র মতো বাইককে হারিয়ে দেবে Mahindra-র এই নতুন মডেল। Mahindra নিয়ে এসেছে দারুন এক বাইক। এতে রয়েছে আকর্ষণীয় ফিচার আর শক্তিশালী ইঞ্জিন। দাম কত এই বাইকের? কী কী ফিচার রয়েছে এতে? জেনে নিন এই প্রতিবেদনে।

ভারতীয় টু-হুইলার বাজারে বেশকিছু কোম্পানি আকর্ষণীয় বাইক লঞ্চ করেছে। তার মধ্যে থেকে এই মুহূর্তে চর্চায় রয়েছে Royal Enfield এর Bullet। ভারতের রাস্তায় এই বাইক আপনারা অন্তত একটি হলেও দেখতে পাবেন।‌ আজ এটি ভারতীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। Bullet-এর এই ক্রেজ দেখে অন্যান্য কোম্পানিগুলিও এই ধরনের বাইক তৈরির কথা ভেবেছে। এবার Mahindra লঞ্চ করতে চলেছে তাদের নতুন Bullet। এই মডেলের নাম Mahindra BSA Gold Star 650।

Mahindra BSA Gold Star 650 বাইকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন

Bullet কে টক্কর দিতে Mahindra লঞ্চ করতে চলেছে তাদের Mahindra BSA Gold Star 650। এই টু-হুইলারে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এতে 652 cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 44 bhp শক্তি ও 55 Nm ট্রাক উৎপন্ন করতে পারে। এই বাইকের ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: বাজারে আগুন লাগাবে এই বাইক! তরুণ প্রজন্মের মন জিততে চলে এসেছে Bajaj Pulsar N150

Mahindra BSA Gold Star 650 বাইকে রয়েছে আকর্ষণীয় ফিচার্স

নতুন Mahindra BSA Gold Star 650 বাইকে আধুনিক তথা স্মার্ট ফিচার রয়েছে। এতে আপনারা সিঙ্গেল চ্যানেল ABS, ফুয়েল ইঞ্জেকশন, সেল্ফ স্টার্ট, ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটারের মতো আকর্ষণীয় ফিচার পেয়ে যাবেন।

Mahindra BSA Gold Star 650 বাইকের সম্ভাব্য দাম

যেকোনো বাইক কেনার আগে তার দাম জানা থাকলে অনেকটা সুবিধা হয়। তবে Mahindra এখনও তার BSA Gold Star 650 মডেলের অফিসিয়াল দাম সামনে আনেনি। তবে অনুমান করা যাচ্ছে, এই বাইকটির দাম 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে হতে পারে। লঞ্চ হওয়ার পর Mahindra BSA Gold Star 650 মডেলটির সঠিক দাম জানা যাবে।