Bike Loan

Mahindra BSA Gold Star 650 : রয়্যাল এনফিল্ড-কে টক্কর এবার ময়দানে মাহিন্দ্রা, 650 সিসির বাহুবলী ইঞ্জিন, কবে আসছে?

Aindrila Dhani

Published on:

mahindra-bsa-gold-star-650-launch-date

বর্তমান বাজারে Royal Enfield Bullet এর প্রচুর চাহিদা। এছাড়া Jawa-র মতো বাইকও ভারতীয় বাজারে বেশ বিখ্যাত। সাম্প্রতিক সময়ে টু-হুইলার সেক্টর অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে বিভিন্ন ধরনের বাইক আপনারা ভারতীয় বাজারে দেখতে পেয়ে যাবেন। গ্রাহকদের এত চাহিদা দেখে Mahindra and Mahindra এবার টু-হুইলার সেক্টরে নামতে চলেছে।

এই কোম্পানি খুব শীঘ্রই নিজেদের প্রথম বুলেট বাইক লঞ্চ করবে। এই বাইকটিকে অন্যান্য বাইকের তুলনায় আলাদা রাখার চেষ্টা করেছে কোম্পানি। Mahindra and Mahindra খুব শীঘ্রই লঞ্চ করবে তাদের BSA Gold Star 650।

Mahindra BSA Gold Star 650 : ইঞ্জিন

Mahindra BSA Gold Star 650 বাইকে 620cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 44 bhp শক্তি ও 55 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে।

Mahindra BSA Gold Star 650 : ফিচার্স

এই বাইকে আধুনিক ও স্মার্ট ফিচার্স দেখতে পেয়ে যাবেন আপনারা। Mahindra BSA Gold Star 650 বাইকে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল ইঞ্জেকশন, সেল্ফ স্টার্ট আর চার্জিং পয়েন্ট রয়েছে।

Mahindra BSA Gold Star 650 বাইকের দাম

কোম্পানির তরফ থেকে Mahindra BSA Gold Star 650 মডেলটি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এই বাইকের সম্ভাব্য দাম 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে হতে পারে।‌ তবে এই সম্বন্ধে সঠিক তথ্য এই মুহূর্তে দেওয়া সম্ভব না।