Bike Loan

Mahindra BSA Gold Star 650: বুলেট প্রেমীদের জন্য বিরাট খবর! বাহুবলি ইঙ্গিনে মাহিন্দ্রা, ফার্স্ট লুকেই ফিদা সবাই

Aindrila Dhani

Published on:

mahindra-bsa-gold-star-650

Mahindra অটোমোবাইল সেক্টরে খুব জনপ্রিয় একটি নাম। SUV সেগমেন্টে এই কোম্পানি Thar লঞ্চ করে হুলুস্থুল ফেলে দিয়েছে। এবার একই রকম ভাবে ভারতীয় টু-হুইলার ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চলেছে Mahindra। খুব শীঘ্রই ভারতীয় টু-হুইলার ইন্ডাস্ট্রিতে লঞ্চ হবে Mahindra BSA Gold Star 650।

এবার Bullet-এর দিন শেষ। ভারতের রাস্তায় দৌড়াবে Mahindra BSA Gold Star 650। এই বাইকে এডভান্স টেকনোলজি যুক্ত করা হয়েছে। এছাড়া এতে রয়েছে শক্তিশালী ব্যাকআপ ইঞ্জিন। Mahindra BSA Gold Star 650-এর লুক রেট্রো স্টাইলে রাখা হয়েছে।

   

Mahindra BSA Gold Star 650-এর ইঞ্জিন

শক্তিশালী ইঞ্জিন সহ Mahindra BSA Gold Star 650 মডেলটি কোম্পানি দারুণভাবে লঞ্চ করতে চলেছে। পারফরম্যান্সের দিক থেকে Bullet-কে হারিয়ে দেবে এটি। এই মোটরসাইকেলে 652cc-র লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 6,500 rpm-এ 45 hp শক্তি ও 4,000 rpm-এ 55 Nm টর্ক উৎপাদন করবে। Mahindra BSA Gold Star 650-এর ইঞ্জিনের সাথে 5 স্পিড ট্রান্সমিশন রয়েছে। এই বাইকটির ওজন 213 কিলোগ্রাম।

Mahindra BSA Gold Star 650-এর মাইলেজ ও সর্বোচ্চ গতিবেগ

এই শক্তিশালী বাইক প্রতি লিটারে 33 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এছাড়া Mahindra BSA Gold Star 650 প্রতি ঘন্টা সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এই বাইকের হুইলবেস 1425 মিলিমিটার আর সিটের উচ্চতা 780 মিলিমিটার।

Mahindra BSA Gold Star 650-এর ফিচার্স

Mahindra BSA Gold Star 650-এ টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক ও রেয়ার টুইন শক অ্যাবজার্ভার দেওয়া হয়েছে। ফিচারের কথা বলতে গেলে, সুরক্ষার জন্য ABS সহ সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর পাশাপাশি LED টেইল ল্যাম্প, গোলাকার হেডল্যাম্প, টিয়ার ড্রপ আকৃতির ফিউল ট্যাঙ্ক, চওড়া হ্যান্ডেলবার থাকবে। Mahindra BSA Gold Star 650-এ আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফিউল ইনজেকশন আর সেল্ফ স্টার্টৈর মতো টেকনোলজি পেয়ে যাবেন।

Mahindra BSA Gold Star 650-এর দাম

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, Mahindra BSA Gold Star 650 বাইকটি 2025-এ লঞ্চ হবে। এর এক্স শোরুম দাম 4 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মধ্যে হতে পারে।