Bike Loan

Mahindra BE.05: নতুন ঝাঁ-চকচকে গাড়ি! আগুন রূপে হইচই বাজারে, খরচ বাঁচাতে মাহিন্দ্রা

Aindrila Dhani

Published on:

আপনি কি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? মাহিন্দ্রা এবার একসাথে আনতে চলেছে একাধিক গাড়ি। সম্প্রতি ভারতের রাস্তায় মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক SUV টেস্টিং করতে দেখা গেছে। বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এখন সাধারণ মানুষ ইলেকট্রিক গাড়ির ওপরেই ভরসা করছে। তাই বিভিন্ন কোম্পানি থেকে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার দিকেই বেশি করে জোর দেওয়া হচ্ছে। আজ আমরা মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক SUV-র সম্পর্কে কথা বলব।

সম্প্রতি মুম্বাইতে Mahindra BE.05 টেস্টিং করতে দেখা গেছে। এছাড়া এই ইলেকট্রিক গাড়ির কিছু ছবি আমাদের সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে এই মডেলটি প্রোডাকশনের জন্য তৈরি। এটি সম্ভবত 2025-এর অক্টোবরে ভারতীয় বাজারে লঞ্চ হবে। এই মডেলের স্পাই শট সামনে আসার পর থেকে কৌতুহল আরও বেড়ে গেছে। এর ফ্রন্ট ফেসিয়াতে একটি ব্ল্যাক অফ গ্রিল, বড় এয়ার ইন্টেক আর বেশি তীক্ষ্ণ ডিজাইন রাখার জন্য LED DRL ব্যবহার করা হয়েছে।

Mahindra BE.05: ডিজাইন

বন্ধুরা, এই গাড়িতে হুইল আর্চ, মাউন্টেড পিলার‌, পিছনের দিকের দরজায় হ্যান্ডেল আর একটু ঢেউ খেলানো রুফ লাইন রাখা হয়েছে। Mahindra BE.05-এর পিছনের দিকে বাম্পার, স্প্লিট রেয়ার স্পাইলার, টার্ন ইন্ডিকেটর সহ C আকৃতির LED টেইল ল্যাম্প ও উইন্ড স্ক্রীন দেওয়া হয়েছে।

অপরদিকে Mahindra BE.05-র কেবিনে ফ্লোটিং সেন্টার কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়া এই গাড়িতে BE লোগো সহ টুইন স্পোক স্টিয়ারিং হুইল যুক্ত করেছে কোম্পানি। গ্রাহকদের সুবিধার জন্য একটি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ইন্সট্রুমেন্ট প্যানেল দেওয়া হয়েছে। এর জন্য আবার গাড়িতে ডুয়াল স্ক্রিন সেটআপ থাকবে। এছাড়া নতুন ডিজাইনের গ্র্যাব হ্যান্ডেলও এতে থাকবে।

Mahindra BE.05: ব্যাটারি ও মোটর

Mahindra BE.05-এ 2WD ও‌ 4WD পাওয়ার ট্রেনের অপশন পেয়ে যাবেন। 2WD ভেরিয়েন্টে এক্সেল মাউন্টেড ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়েছে। যা সর্বাধিক 286 hp ও‌ 535 Nm টর্ক উৎপাদন করবে। অপরদিকে 4WD ভেরিয়েন্টে ফ্রন্ট এক্সেল মাউন্টেড মোটরের ব্যবহার করা হয়েছে। যা 109 hp শক্তি ও 135 Nm টর্ক উৎপাদন করতে পারবে। এই ভেরিয়েন্টে ডুয়াল মোটর সেট আপের ব্যবহার করা হবে।

আপনাদের জানিয়ে রাখি, Mahindra BE.05 কম্প্যাক্ট SUV-তে LFP সেলের সাথে 79 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকতে পারে। এটি মাত্র 30 মিনিটের মধ্যে 0 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যাবে।

Mahindra BE.05 মডেলের দাম

এখনও পর্যন্ত এই মডেলটির দাম সম্বন্ধে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এই তথ্য আমাদের সামনে আনা হবে।