Bike Loan

Low Price Bikes: নতুন বাইক কিনবেন? তাড়াহুড়ো না করে দেখে নিন সস্তার বাইক

Aindrila Dhani

Published on:

low-price-bikes

Low Price Bikes: এখন বাইক আর মানুষের শখের জিনিস‌ নেই, প্রয়োজনের জিনিস হয়ে গেছে। কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও বহু মানুষ বেশি দাম হওয়ার কারণে বাইক কিনতে পারেন না। সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক একটি ভালো বিকল্প। সস্তায় ভালো কোয়ালিটির বাইক পাওয়া যায়।‌ এছাড়া ভালো পারফরমেন্স দিয়ে থাকে।

সেকেন্ড হ্যান্ড মার্কেটে সস্তায় প্রচুর দামি বাইক পাওয়া যায়।‌ আপনারা 100cc থেকে শুরু করে 300cc-র মধ্যে বহু বাইকের অপশন পেয়ে যাবেন।‌ আপনি চাইলে টাকা বাঁচাতে সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারেন। আজ এমনই একটি বিখ্যাত বাইকের সম্বন্ধে কথা বলব।

Hero Splendor Plus-এর ডিল

সর্বত্র Hero Splendor Plus-এর চাহিদা চোখে পড়ে। গোটা ভারত জুড়ে 2 লাখের বেশি এই গড়ির ইউনিট বিক্রি হয়। সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এর বেশ‌ ভালোই চাহিদা রয়েছে। এই বাইকের সেকেন্ড হ্যান্ড মডেল আপনারা 25 হাজার টাকা থেকে 30 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি 2015 সালের মডেল কেনেন তবে 25 হাজার টাকায় পেয়ে যাবেন।‌ সম্প্রতি এমনই একটি বাইক বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 20 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে।

TVS Sport-এর ডিল

TVS Sport একটি দুর্দান্ত বাইক। এতে 110cc-র ইঞ্জিন রয়েছে। এটি প্রতি লিটারে 70 কিলোমিটারের বেশি মাইলেজ দিতে পারে। আপনারা এই বাইকের 2016 সালের মডেল 30 হাজার টাকায় কিনতে পারবেন।

Honda Shine-এর ডিল

125cc সেগমেন্টে Honda Shine দারুন একটি বাইক। এটি বেশ ভালো মাইলেজ দিতে পারে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে এর চাহিদা চোখে পড়ার মতো। এর 2017 সালের মডেল আপনারা 37 হাজার টাকায় পেয়ে যাবেন।