Bike Loan

Low Budget Bike: সস্তার বাইক খুজছেন? দেখে নিন 70 হাজারের কমে সেরা 5টি বাইক, ছুটবে 90 কিমি

Aindrila Dhani

Published on:

low-budget-bike-june-2024

Low Budget Bike: বাইক ছেলেদের প্রথম ভালোবাসা। এখন ছেলেদের পাশাপাশি মেয়েদেরও বাইক চালাতে দেখা যায়। সময়ের সাথে সাথে বাইকের চাহিদা অনেকটা বেড়ে গেছে। কিন্তু পকেট সবসময় একরকম হয় না। আজ আপনাদের এমন কয়েকটি বাইকের কথা বলব যা পকেট ফ্রেন্ডলি দামে আপনারা কিনতে পারবেন।

   

নতুন মোটরসাইকেল কিনতে গেলেই সবার প্রথমে বাজেটের কথা মাথায় আসে। এই মূল্য বৃদ্ধির বাজারে সংসারের দায়িত্ব সামলিয়ে বেশি টাকার বাইক কেনা একজন মধ্যবিত্তের পক্ষে সম্ভব নয়। কিন্তু দূরে কোথাও যাওয়ার জন্য বাইক থাকলে সুবিধা হয়। আজ অনেকটাই সহজ হয়ে যায়। রোজ অফিস যাওয়ার ধকলও বেশ খানিকটা কমে। মাত্র 70 হাজার টাকার মধ্যে Bajaj থেকে শুরু করে Honda বিভিন্ন বিখ্যাত কোম্পানির 5টি সেরা বাইক সম্বন্ধে জেনে নিন।

TVS Radeon

দাম – 62 হাজার 300 টাকা
মাইলেজ – প্রতি লিটারে 69.3 কিলোমিটার

এই প্র্যাকটিক্যাল বাইকে 110cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দীর্ঘ যাতায়াতের জন্য ভালো একটি বিকল্প। এই কমিউটার বাইক প্রতি লিটারে 69.3 কিলোমিটার থেকে 73 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে TVS Radeon। এর এক্স শোরুম দাম 62 হাজার 300 টাকা।

Hero HF 100

দাম – 59 হাজার 18 টাকা
মাইলেজ – প্রতি লিটারে 70 কিলোমিটার

বেশ কম দামে আপনারা Hero HF 100 কিনতে পারবেন। দুর্দান্ত মাইলেজ দিতে পারে এই বাইক। ফলে পেট্রোলের পিছনেও বেশি টাকা খরচ করতে হবে না। Hero HF 100-এ 97cc-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দেয়। এর এক্স শোরুম দাম 59 হাজার 18 টাকা।

TVS Sports

দাম – 59 হাজার 881 টাকা
মাইলেজ – প্রতি লিটারে 75 কিলোমিটার

এই সাধারণ বাইকটি কিন্তু দারুণ মাইলেজ দেয়। TVS Sports-এ 110cc-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রতি লিটারে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর এক্স শোরুম দাম 59 হাজার 18 টাকা।

Honda Shine 100

দাম – 65 হাজার টাকা
মাইলেজ – প্রতি লিটারে 65 কিলোমিটার

এই বাইকে 100cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। প্রতি লিটারে 55 কিলোমিটার থেকে 65 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে Honda Shine 100। এর এক্স শোরুম দাম 65 হাজার টাকা।

Bajaj Platina 100

দাম – 67 হাজার 808 টাকা
মাইলেজ – প্রতি লিটারে 90 কিলোমিটার

Bajaj Platina 100-এর পিছনে মেইনটেনেন্স খরচ নামমাত্র। এতে 100cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। প্রতি লিটারে 75 কিলোমিটার থেকে 90 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে Bajaj Platina 100। এর এক্স শোরুম দাম 67 হাজার 808 টাকা।