Bike Loan

ধামাকা অফার! Lectrix EV-র ব্যাটারিতে লাইফটাইম ওয়ারেন্টি, খরচ শুনলে অবাক হবেন

Gourav Mondal

Published on:

lectrix-ev-offering-lifetime-battery-warranty-on-electric-scooter

গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই আজকাল ইলেকট্রিক গাড়িগুলির দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ ইলেকট্রিক গাড়ি গুলি একদিকে জ্বালানির খরচ কমায়। অন্যদিকে এই গাড়িগুলি আবার অনেকটা সস্তা দামে পাওয়া সম্ভব হয়। বর্তমানে ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী বহু সংস্থা ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করছে (Lectrix EV)। 

গ্রাহকদের প্রথম একটি গুরুত্বপূর্ণ অফার দেওয়ার কথা ঘোষণা করেছিল বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কোম্পানি Ola। এরপর অন্যান্য সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। কোন ক্ষেত্রে এই বিশেষ অফারটি পাবেন তা জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে (Lectrix EV)। 

ব্যাটারিতে লাইফটাইম ওয়ারেন্টি 

বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কোম্পানি Ola তার সমস্ত মডেলের ব্যাটারিতে 8 বছরের ওয়ারেন্টি দেওয়ার কথা ঘোষণা করেছিল আগেই। তাদের এই অফার গ্রাহকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এরপরেই Impulse EV (Lectrix EV) কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে লাইফটাইম ব্যাটারি ওয়ারেন্টি প্ল্যান ঘোষণা করেছে। জানা গেছে এর জন্য গ্রাহকদের ব্যাটারি সাবস্ক্রিপশন নিতে হবে।

Impulse EV (Lectrix EV) কোম্পানির পোর্টালে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে গ্রাহকদের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ প্রতি মাসে 1499 টাকা। তবে এর জন্য গ্রাহককে কোম্পানির যে কোনো ইলেকট্রিক টু হুইলার কিনতে হবে। এরপরেই কোম্পানির অ্যাপে গিয়ে আজীবন ব্যাটারি সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারবেন গ্রাহক।

Lectrix EV-র উল্লেখযোগ্য ইলেকট্রিক স্কুটার

এই কোম্পানির এমন অনেকগুলি ইলেকট্রিক স্কুটার আছে যেগুলি, দুর্দান্ত সব অফারের সঙ্গে পাওয়া যায়। এই সংস্থার SX25 E Open অ্যাপের দাম 999 টাকা। এর রেঞ্জ অসাধারণ। একক চার্জে 60 এটি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

LXS G2.0 ই-স্কুটারটিও অত্যন্ত উন্নত মানের। এর সর্বোচ্চ গতি 55 কিমি/ঘন্টা। এটি 10.2 সেকেন্ডে 0-40 কিমি/ঘন্টা গতিতে মাইলেজ দিতে পারে। এতে 2.3 KW এর ব্যাটারি প্যাক রয়েছে। এই স্কুটারের দাম 87999 টাকা।