Bike Loan

87 হাজার টাকার প্রিমিয়াম স্কুটার Lectrix EV LXS G 2.0 বাড়ি আনুন মাত্র ২৩ হাজারে, কি ভাবে জেনে নিন

Aindrila Dhani

Published on:

Lectrix EV LXS G 2.0

ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা এখন দেখার মতো। বেশ কিছু ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রিমিয়াম স্কুটার লঞ্চ করেছে। সম্প্রতি Lectrix EV LXS G 2.0 প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। এই মডেলটি আপনারা বেশ কম দামের মধ্যে প্রিমিয়াম ফিচার সহ পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন ও দারুন রেঞ্জ। এটি আপনাদের আরামদায়ক রাইড প্রদান করবে। যারা বাজেট ফ্রেন্ডলি মডেল খুঁজছেন, তাদের জন্য Lectrix EV LXS G 2.0 ইলেকট্রিক স্কুটারটি ভালো বিকল্প হতে পারে।

Lectrix EV LXS G 2.0 স্কুটারটি আপনারা আপাতত একটি ভেরিয়েন্টে পাবেন। তবে আশু ভবিষ্যতে এতে একাধিক ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে। এটি আপনারা 6 টি রঙে পেয়ে যাবেন- Magic Blue, Sparkle Black, Sporty Red, Ash Grey, Matte Military Green ও White। এই ইলেকট্রিক স্কুটারে 1.8 kW -র BLDC মোটর যুক্ত করা হয়েছে। এতে রয়েছে lithium-ion ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে Lectrix EV LXS G 2.0 প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারটি 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। আর এই মডেলের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 55 কিলোমিটার। এই মডেলের সাথে আপনারা শক্তিশালী চার্জার পেয়ে যাবেন। এই চার্জারের সাহায্যে আপনারা মাত্র 3-4 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এটি। এছাড়া এই স্কুটারে রয়েছে বেশ কিছু এডভান্স ফিচার।

Lectrix EV LXS G 2.0 স্কুটারের ফিচারস

Lectrix EV LXS G 2.0 ইলেকট্রিক স্কুটারে LED light, Alloy wheels, Digital Screen, Drum brakes, Security alarm, Low battery alert, বিভিন্ন Driving mode রয়েছে।

Lectrix EV LXS G 2.0 স্কুটারের দাম

আমরা আগেই বলেছি এটি একটি premium মডেল। তবে এই ইলেকট্রিক স্কুটার আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডই দামে কিনতে পারবেন। এই দামে ইলেকট্রিক স্কুটার, তাও আবার আধুনিক ও প্রিমিয়াম ফিচার এর ইলেকট্রিক স্কুটার পাওয়া যায় না। এই মডেলটির দাম মাত্র 87 হাজার টাকা। তবে আপনারা যদি নগদ টাকা দিয়ে কিনতে না চান সে ক্ষেত্রে ফাইন্যান্স প্লান রয়েছে। আপনারা মাত্র 23 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি কিনতে পারবেন। আর প্রত্যেক মাসে আপনাদের জমা করতে হবে 2 হাজার 666 টাকা। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।