Bike Loan

Land Rover Defender Octa: 4 সেকেন্ডে 100 কিমি বেগে দৌড়াবে! ছুটবে পাহার-জঙ্গলের বুক চিরে, দাম শুনে চক্ষু চড়কগাছ

Aindrila Dhani

Published on:

land-rover-defender-octa-car-news

Land Rover Defender Octa: ভারতীয় অটোমোবাইল মার্কেটে বিলাসবহুল গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা পেশ করেছে। এই গাড়িটিকে এখনও পর্যন্ত ডিফেন্ডারের সবচেয়ে শক্তিশালী ভ্যারিয়েন্ট হিসেবে বাজারে আনা হয়েছে।

এই গাড়ি মাত্র 4 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘন্টা বেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 250 কিলোমিটার। এই বছরই ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টার ডেলিভারি শুরু করে দেবে কোম্পানি।

   

Land Rover Defender Octa: ডিজাইন

ল্যান্ড রোভারের এই নতুন গাড়িটি আধুনিক টেকনোলজির ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। এই গাড়িতে আন্ডারবডি সুরক্ষা দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই গাড়িটি জলের 1 মিটার গভীরে পর্যন্ত সহজেই দৌড়াতে পারবে। কোম্পানি সেরা অফরোড গাড়ি হিসেবে ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা-কে লঞ্চ করেছে। এই গাড়িটিতে 20 ইঞ্চির ফোর্জ্ড অ্যালয় হুইল রয়েছে, যা পাহাড়ে উঠতে সাহায্য করে।

Land Rover Defender Octa: ইঞ্জিন

ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টাতে 4.4 লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন এবং হাইব্রিড সিস্টেম থাকবে। যা 630 bhp শক্তি এবং 800Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 8 স্পীড অটোমেটিক গিয়ারবক্স যুক্ত রয়েছে। এছাড়া মাত্র চার সেকেন্ডে ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা 0 থেকে 100 কিলোমিটার/ঘণ্টা বেগ তুলতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় 250 কিলোমিটার। এই গাড়ি প্রতি লিটারে 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Land Rover Defender Octa: ফিচার্স

ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা-তে অনেক দুর্দান্ত ফিচারের ব্যবহার করেছে জাগুয়ার। এটির সি পিলারে একটি নতুন ডিজাইন এবং ডায়মন্ড অক্টা ব্যাজ রয়েছে। এর সিট থ্রিডি নিট দিয়ে তৈরি যা দেখতে বেশ ইউনিক। এছাড়াও এই অফরোড গাড়িতে একটি আকর্ষণীয় হেডরেস্ট, 11.4 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন সহ সেন্টার কনসোল রয়েছে। এর পাশাপাশি কোম্পানি পেট্রা কপার এবং ফারো গ্রিন পেইন্ট থিম সহ এই গাড়িটি লঞ্চ করেছে। যা তরুণদের ভালো লাগবে বলে আশা করা যাচ্ছে।

Land Rover Defender Octa: দাম

ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টার এক্স শোরুম দাম 2.65 কোটি টাকা। তবে এই মডেলটির অক্টা ওয়ান ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.85 হতে পারে। এই গাড়িটি 31 শে জুলাই, 2024-এ লঞ্চ করা হবে।