পাঁচ দশক পর Lambretta marque অবশেষে ফ্রেশ ডিজাইন লঞ্চ করতে চলেছে। তাদের V-Special সিরিজের প্রথম ফ্রেশ ডিজাইন মডেল হতে চলেছে Lambretta V200। এতে তিনটি ডিসপ্লেসমেন্ট রয়েছে। যার মধ্যে থেকে দুটি মডেল ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। সম্ভবত এই মডেলটি 2024 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হবে।
Lambretta V200 স্কুটারের প্রতিদ্বন্দ্বী হল- Ampere Nxg- The Nex Big Thing, Kinetic Green Zulu, Okaya Faast F2T ও iVOOMi Jeet X। ভারতীয় স্কুটার মার্কেটে প্রথম ডিস্ক ব্রেক সহ লঞ্চ হতে চলেছে Lambretta V200। জেনে নিন বিস্তারিত।
Lambretta V200 স্কুটারের ইঞ্জিন ও পার্ফরম্যান্স
এই স্কুটারে 169cc BS6 ইঞ্জিন রয়েছে। এতে তিনটি ডিসপ্লেসমেন্ট রয়েছে, যথা- 50cc, 125cc ও 200cc। এর মধ্যে থেকে দুটি মডেল ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে। যতদূর সম্ভব 125cc আর 200cc মডেল ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। এটি রেঞ্জ টপার মডেল হতে চলেছে। Lambretta V200 তার ব্র্যান্ডের হ্যালো মডেল হিসেবে লঞ্চ করবে। Lambretta V200 Special ভার্সনে 200cc এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে। যা 120 bhp শক্তি উৎপাদন করে।
Lambretta V200 স্কুটারের ডিজাইন ও ফিচারস
ব্র্যান্ড এর পক্ষ থেকে KISKA ডিজাইন হাউসের সাথে অ্যাসোসিয়েশন করা হয়েছে। এতে সিমি মনোক চেসিস রয়েছে। এছাড়া LED ল্যাম্প, LCD ইন্সট্রুমেন্ট প্যানেল, 12V চার্জার ইত্যাদি ফিচার পেয়ে যাবেন। এছাড়া Lambretta V200 স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। আপনারা এতে এনালগ স্পিডোমিটার পেয়ে যাবেন। এই মডেলে দুটি স্টোরেজ কম্পার্টমেন্ট আর লাগেজ হুক উপলব্ধ রয়েছে। এই স্কুটারের সামনে ও পিছনে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে।
Lambretta V200 স্কুটারের লঞ্চ
এটি 2019 সালে লঞ্চ হওয়ার কথা ছিল। তবে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক আর প্রোডাক্ট কস্ট সহ ইত্যাদি কারণে লঞ্চ অনেকটাই পিছিয়ে দিতে হয় কোম্পানিকে। এই মডেলটি সম্ভবত V125 Special ভার্সনের সাথে লঞ্চ হতে পারে।
Lambretta V200 স্কুটারের দাম
Lambretta V200 স্কুটারটির সম্ভাব্য দাম 1 লাখ টাকা থেকে 1 লাখ 30 হাজার টাকা।