KTM RC 200: বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের মধ্যে KTM RC 200 দুর্দান্ত রেঞ্জের একটি বাইক। যাঁরা স্বল্প দামের মধ্যে হাই-পারফরম্যান্স যুক্ত বাইক কিনতে চাইছেন, তাঁরা এই মডেলটি সম্পর্কে জেনে রাখতে পারেন। KTM বর্তমানে ভারতের অন্যতম বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্য থেকে অন্যতম। এই কোম্পানি সুপার বাইক লঞ্চ করার জন্য বিখ্যাত।
KTM RC 200 দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। এছাড়া এতে রয়েছে আকর্ষণীয় ফিচার্স। এবার Honda-কে সরাসরি টক্কর দেবে KTM। এই বাইকের আকর্ষণীয় লুক আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। এই বাইক প্রতি লিটারে 30 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। জেনে নিন বিস্তারিত।
KTM RC 200: ইঞ্জিন
এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। এতে আপনারা তিনটি রংয়ের বিকল্প পেয়ে যাবেন। কেটিএম-এর এই মডেলটিতে 199.5 সিসির লিকুইড কুল্ড, BS6 ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 24.6 বিএইচপি শক্তি ও 19.2 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকটি মাইলেজের দিক থেকেও বেশ ভালো। KTM RC 200 প্রতি লিটার পেট্রোলে 43.5 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।
KTM RC 200: ফিচার্স
এই বাইকটি প্রায় 7 বছর আগে লঞ্চ হয়েছিল। সম্প্রতি এতে বেশকিছু নতুন ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এই বাইকে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার , গিয়ার ইন্ডিকেটর, ফিউল গেজ, রিয়াল টাইম মাইলেজ, স্ট্যান্ডার্ড অ্যালার্ম, ক্লক ইত্যাদি পেয়ে যাবেন। রাতে বাইক চালাতে সুবিধার জন্য এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইটের সুবিধা রয়েছে।
KTM RC 200: দাম
এই বাইকের অন রোড দাম দাম 2 লাখ 43 হাজার 881 থেকে 2 লাখ 52 হাজার 8 টাকার মধ্যে। আপনি চাইলে 12 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে 8 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 7 হাজার 980 টাকা করে কিস্তি জমা করতে হবে।