Bike Loan

KTM RC 125: তুখোড় লুক, দাঁড়িয়ে দেখবে সবাই! চেহারা দেখে কাঁপছে ইয়ামাহা, ফিচার দেখে হবেন ফিদা

Aindrila Dhani

Published on:

ktm-rc-125-bike-price-2024

KTM RC 125: এবার বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে চলে এসেছে KTM। এখন থেকে 125cc সেক্টরে পাওয়া যাবে এই প্রিমিয়াম কোম্পানির বাইক। বাজারে লাক্সারি বাইক লঞ্চ করার জন্য বিখ্যাত এই কোম্পানি। যুবকদের স্বপ্ন এই কোম্পানির বাইক চালানো। প্রিমিয়াম ফিচার আর লাক্সারি ডিজাইন নিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করতে চলে এসেছে KTM RC 125।

এখন 125cc ইঞ্জিনের বাইক বেশ জনপ্রিয়। অল্প দামে এই মডেলগুলি পাওয়া যায়। তবে মাইলেজ ও পারফর্মেন্সের দিক থেকে বড় বাইকগুলিকে টক্কর দিতে পারে। এই ধরনের বাইক পূর্ব ভারতীয় অঞ্চলে রমরমিয়ে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে এই সেগমেন্টে বাজাজের বাইক রয়েছে। এবার Bajaj Pulsar 125-কে টক্কর দিতে বাজারে KTM RC 125 এসেছে।

KTM RC 125-এর ইঞ্জিন ক্যাপাসিটি কেমন?

এই বাইকের ইঞ্জিনের কথা বলতে গেলে, এতে 124.7cc-র সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 9250 rpm-এ 14.30 bhp শক্তি ও 8000 rpm-এ 22 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এছাড়া এতে 9 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

KTM RC 125-এর ওজন কত?

KTM RC 125-এর দৈর্ঘ্য 1977 মিলিমিটার, প্রস্থ 703 মিলিমিটার আর উচ্চতা 1098 মিলিমিটার। এই মডেলের হুইলবেস 157 মিলিমিটার। এই বাইকটির সিটের উচ্চতা 820 মিলিমিটার আর কার্ব ওজন 160.4 কিলোগ্রাম।

কী কী ফিচার্স রয়েছে KTM RC 125-এ?

ফিচারের কথা বলতে গেলে, KTM RC 125-এ আধুনিক ফিচার্স ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা স্পিডোমিটার, ট্যাকোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফিউল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড অ্যালার্ম, ফিউল ইগ্নিশন, সেল্ফ স্টার্ট বাটন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, এলইডি হেড ল্যাম্প পেয়ে যাবেন।

KTM RC 125-এর দাম কত?

1.50 লাখ টাকার প্রারম্ভিক এক্স শোরুম দামে KTM RC 125 লঞ্চ করা হয়েছে। এছাড়া এই বাইকের টপ মডেলের এক্স শোরুম দাম 1.80 লাখ টাকা।