বর্তমান সময়ে ভারতীয় বাজারে বেশ কিছু কোম্পানি ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। তবে আমাদের দেশের ইলেকট্রিক সাইকেল সেগমেন্টে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে টাটা মোটরস্। এছাড়া অন্যান্য কোম্পানি তো রয়েছেই। আবার এই সেগমেন্টে কয়েকটি স্টার্ট আপ কোম্পানিও রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের বাইক মার্কেটে রাজত্ব করার পর এবার ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে কেটিএম।
আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই কেটিএম লঞ্চ করতে চলেছে KTM Macina Cross 720। এই ইলেকট্রিক সাইকেল 120 কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ দেবে। এছাড়া কোম্পানি এতে আধুনিক ফিচারের ব্যবহার করেছে। এই ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
KTM Macina Cross 720 দুর্দান্ত পারফরমেন্স দেবে
কেটিএম খুব শীঘ্রই ভারতীয় বাজারে নতুন ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে। এতে শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে। আসলে এই মডেলটি অফ রোডিংয়ের জন্য বানানো হয়েছে। এতে 250 ওয়াটের মোটর যুক্ত রয়েছে। KTM Macina Cross 720 যাতে ভালো পারফর্মেন্স দিতে পারে তাই এতে CX Gen 4 স্মার্ট সিস্টেমের ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহৃত শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এই মোটর সর্বাধিক 85 Nm টর্ক উৎপাদন করতে পারে।
KTM Macina Cross 720-তে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারি প্যাক
শক্তিশালী মোটরের পাশাপাশি কেটিএম তার নতুন ইলেকট্রিক সাইকেলে বেশ বড় ব্যাটারী প্যাকের ব্যবহার করেছে। এতে 750 কিলোওয়াটের স্মার্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জ হলে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
KTM Macina Cross 720-এ রয়েছে অত্যাধুনিক ফিচার
KTM Macina Cross 720-তে বেশ কিছু আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, চেইন কভার, রিচার্জিং পোর্ট ও LED ডিসপ্লের মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এতে টিউবলেস টায়ার আর অ্যালয় হুইল রয়েছে। সুরক্ষার জন্য এই ইলেকট্রিক সাইকেলের সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।
KTM Macina Cross 720-এর দাম
দুর্দান্ত রেঞ্জ, আধুনিক ফিচার্স ও শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেলে। KTM Macina Cross 720-এর দাম 2,999 ডলার। বর্তমানে এই ইলেকট্রিক সাইকেলে 999 ডলারের ডিসকাউন্ট চলছে। এখনও পর্যন্ত এটি ভারতে লঞ্চ হয়নি।