Bike Loan

KTM 250 Duke: নতুন রঙে বাজারে এলো KTM 200 এবং 250 Duke! দাম কত জানেন?

Gourav Mondal

Published on:

ktm-introduce-new-colour-variants-for-duke-200-and-250

KTM India এবার বাইকের বাজারে নিয়ে এসেছে নতুন চমক। তাদের নির্মিত KTM 200 Duke এবং KTM 200 Duke বাইক দুটি নতুন রঙের সেটে লঞ্চ হয়েছে। লঞ্চ হওয়ার পর থেকেই নতুন রং গুলি ক্রেতাদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেখে নিন এই বাইক দুটি কোন কোন আকর্ষণীয় রঙে এসেছে।

KTM 200 Duke-র নতুন কালার ভারিয়েন্ট

KTM 200 Duke বর্তমানে আরো দুটি কালার ভ্যারিয়েন্টে এসে উপস্থিত হয়েছে। একটি হল ইলেকট্রনিক অরেঞ্জ এবং অপরটি ডার্ক গ্যালভানো। বর্তমানে বাজারে উপস্থিত থাকা KTM 200 Duke ডার্ক সিলভার মেটালিক ট্রিম ভ্যারিয়েন্টের পাশাপাশি এবার এই দুটি কালার অপশন ক্রেতারা বেছে নিতে পারবেন।

KTM 250 Duke-র নতু্ন কালার অপশন

KTM 250 Duke বাইকটি বর্তমানে একটি নতুন রংয়ের ভ্যারিয়েন্টে এসে উপস্থিত হয়েছে। এবার থেকে বাজারে আগে থেকে উপলব্ধ KTM 250 Duke বাইকগুলির পাশাপাশি নতুন আটলান্টিক নীল রং-কে বেছে নিতে পারবেন ক্রেতারা। এই বাইকটিতে আবার নীল রঙের জ্বালানী ট্যাঙ্ক রয়েছে। বাইকের রংটিকে আরো আকর্ষণীয় গড়ে তুলতে এর সাবফ্রেমটি আবার ধূসর রঙের রাখা হয়েছে। বাইকের দুটি চাকা সজ্জিত হয়েছে কমলা রঙে। নতুন এই রঙের ভ্যারিয়েন্টটি বাজারে আসার পর বর্তমানে KTM 250 Duke বাইকটি মোট তিনটি রঙে পাওয়া যাচ্ছে। সেগুলি হল সিরামিক হোয়াইট, ইলেকট্রিক অরেঞ্জ এবং আটলান্টিক ব্লু।

KTM 200 Duke এবং 250 Duke বাইক দুটির ফিচার ও স্পেসিফিকেশন

বর্তমানে এই দুটি বাইকের সঙ্গে শুধুমাত্র নতুন রং সংযোজিত হয়েছে। এছাড়া বাইক দুটিতে অন্য কোন পরিবর্তন ঘটানো হয়নি। এই বাইক গুলিতে আরোহীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন দেখে নিন-

KTM 200 Duke

এই বাইকটি 199.5cc একক সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন দ্বারা পরিচালিত। শক্তিশালী এই ইঞ্জিন 24.67bhp এবং 19.3Nm শক্তি উৎপন্ন করতে পারে। এই বাইকটিতে রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। এছাড়াও আরোহীদের জন্য আরও আরামদায়ক বহু ব্যবস্থাই রয়েছে এই বাইকে। 

KMT 250 Duke

KTM 250 ডিউকে একটি 249.07cc লিকুইড কুলড মোটর রয়েছে। এর ইঞ্জিনটি 9250rpm-এ 30.5bhp শক্তি এবং 25Nm এর পিক টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকেও ৬ স্পিড যুক্ত গিয়ার বক্স আছে। এছাড়া এতে একক ওভারহেড ক্যামশ্যাফ্ট বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে।

KTM 200 Duke এবং 250 Duke বাইক দুটির দাম

এক্স-শোরুম হিসাবে KTM 200 Duke-র দাম রাখা হয়েছে 1.97 লক্ষ টাকা। অন্যদিকে এক্স শোরুমের ভিত্তিতে KTM 250 Duke-র দাম 2.39 লক্ষ টাকা।