Bike Loan

নতুন বাইকের হাট বসাতে চলেছে KTM, Hero আর Honda! চলতি বছরে কী কী বাইক আনছে সংস্থাগুলি?

Aindrila Dhani

Published on:

ktm-hero-and-honda-are-going-to-put-new-bikes

ভ্রমণ পিপাসু মানুষের স্বপ্ন থাকে বাইক চালিয়ে পাহাড়ে বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের তিনটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের কথা বলব। এই মোটরসাইকেল তিনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই জেনে নিন বিষদ তথ্য।

   

1. Honda Adventure Bike

ভারতের একটি বিখ্যাত মোটরবাইক নির্মাণ সংস্থা হল Honda। এই সংস্থা ভারতে অ্যাডভেঞ্চার বাইক বানানোর কাজ করছে। এই মডেলটি ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলিতে পাওয়া যাবে। কয়েক সপ্তাহ আগেই Honda-র নতুন বাইকের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়েছে। এটি Honda-র এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে।

ফাঁস হওয়া ছবিটি অনুযায়ী, Honda-র এই নতুন বাইকটির ডিজাইন অনেকটা Royal Enfield Himalayan এর মত হতে চলেছে। এতে high rise front fender, low seat height, dual rear shock absorbers, spoked wheels, tall windscreen, fuel tank extensions, headlamp, telescopic front forks ইত্যাদি থাকবে।

শোনা যাচ্ছে, এই মডেলে CB 350 -র 348.36 cc air cooled, single cylinder ইঞ্জিন থাকবে। যা 21 bhp শক্তি ও 29 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এর সাথে থাকবে 5 স্পিড গিয়ারবক্স। এই মডেলে হয়তো আরেকটি গিয়ার যুক্ত করা হতে পারে। ফলে অ্যাডভেঞ্চারের সময় আপনাদের সুবিধা হবে।

2. Hero Xpulse 210

Hero তার Xpulse মডেলে পরিবর্তন আনতে চলেছে। বর্তমান মডেলটিতে 199 cc ইঞ্জিন রয়েছে। এই নতুন মডেলের খানিকটা বড় ইঞ্জিন ব্যবহার করা হবে। এতে আপনারা পেয়ে যাবেন 210 cc-র শক্তিশালী ইঞ্জিন। এমন ইঞ্জিন ইতিমধ্যে Karizma XMR মডেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এই মডেলের ইঞ্জিনটি liquid cooled ইউনিট সহ যুক্ত রয়েছে। যা 25.15 bhp শক্তি ও 20.4 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স।

আরো পড়ুন: LML এর পুনর্জন্ম! লুকস-ফিচারে মুগ্ধ হবেন, উসুল হবে বাইকের তেলের খরচ, দাম কত জেনে নিন

তবে Hero এই ইঞ্জিনের টিউনিং-এ পরিবর্তন আনতে পারে। অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাড়ানোর জন্য এই মডেলের ইঞ্জিন low end টর্ক ডেলিভার করবে। এই নতুন মডেলের সামনে 21 ইঞ্চির spoke wheel আর পিছন দিকে 18 ইঞ্চির spoke wheel দেওয়া হয়েছে। আগের মডেলের তুলনায় এই নতুন মডেলে হয়তো রং এর পরিবর্তন দেখা যাবে। আশা করা যাচ্ছে, এই বাইকে নেভিগেশন অ্যাসিস্ট সহ ডিজিটাল স্পিডোমিটার দেখতে পাওয়া যাবে।

বর্তমান মডেলটির এক্স শোরুম মূল্য 1 লাখ 46 হাজার টাকা। তাই নতুন Hero Xpulse 210 মডেলটি তুলনামূলক দামি হতে পারে। এটি লঞ্চ হওয়ার পরেই বাকি তথ্য জানা যাবে।

3. 2024 KTM Adventure 390

সম্প্রতি 2024 KTM Adventure 390 মডেলের প্রচুর স্পাই শট সামনে এসেছে। ইন্টারনেট এই ছবিগুলিতে ছেয়ে গেছে। বর্তমান ভার্সনটির তুলনায় এটি বেশ খানিকটা এগ্রেসিভ লুকের হতে চলেছে। ফাঁস হওয়া ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে, 2024 KTM Adventure 390 মডেলে taller windscreen, High rise front fender, sleeker ও sharper fuel tank extensions, dual vertical headlamps, higher instrument console ইত্যাদি দেখতে পাবেন।

এই বাইকে লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত করা হচ্ছে। এই ইঞ্জিনটি সম্ভবত 47 bhp শক্তি ও 39 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া এই বাইকটির পিছন দিকে Monoshock থাকবে। আর একটু ভিন্ন লুকের split trellis frame যুক্ত করা হবে। এই বাইকটির সামনে 21 ইঞ্চির চাকা আর পিছন দিকে 18 ইঞ্চির চাকা যুক্ত করা হবে। শোনা যাচ্ছে, লঞ্চের পর এই মডেলের এক্স শোরুম মূল্য 3 লাখ 80 হাজার টাকা হতে পারে।