Bike Loan

KTM Duke 390: পূরণ হবে স্পোর্টস বাইক কেনার স্বপ্ন! মাত্র 30 হাজার টাকা খরচে ঘরে তুলুন, লুকে পাগল যুবকরা

Aindrila Dhani

Published on:

ktm-duke-390-emi-details

KTM Duke 390 EMI Plan : কেটিএম একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি সাধারণত সুপার ও স্পোর্টস বাইকের জন্য বিখ্যাত। তেমনই একটি মডেল হল KTM Duke 390। এই বাইকে আধুনিক ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিনের সুবিধা রয়েছে।

এই বাইক প্রতি লিটারে 29 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া ঝড়ের গতিতে দৌড়াতে পারে এটি। অনেকেরই কেটিএম-এর বাইক কেনার শখ রয়েছে। তবে এই শখ সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবকের পক্ষে পূরণ করা খুব একটা সহজ নয়। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি অফার। এবার মাত্র 30 হাজার টাকায় KTM Duke 390 কিনতে পারবেন।

   

KTM Duke 390 : ইঞ্জিন

এই বাইকে 398.7cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। যা 44.86 PS শক্তি ও 39 NM টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিনের সাথে এই বাইকে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এই বাইক 2.4 সেকেন্ডে 0 থেকে 60 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। আর 5.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। KTM Duke 390 প্রতি লিটারে 29 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

KTM Duke 390 : সাসপেনশন

এই সুপার বাইকের সামনে ডব্লিউপি অ্যাপেক্স ফোর্ক সাসপেনশন ও পিছনে 5 স্টেপ রিবাউন্ড এডজাস্টেবল, প্রিলোড অ্যাডজাস্টেবল সহ ডব্লিউ অ্যাপেক্স মনোশক সাসপেনশন মনোশক সাসপেনশন রয়েছে। ব্রেকিং সিস্টেমে সামনে 4 পিস্টন রেডিয়াল ফিক্সড ক্যালিপার সহ ডিস্ক ব্রেক ও পিছনে 2 পিস্টন ফ্লোটিং ক্যালিপার সহ ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি।

KTM Duke 390 : ফিচার্স

এই বাইকে 5 ইঞ্চির টিএফটি স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, মিউজিক সিস্টেম, লঞ্চ কন্ট্রোল, সুপারমোটো এবিএস, কর্নারিং এবিএস, কল অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন ইত্যাদি রয়েছে।

কীভাবে 30 হাজার টাকায় KTM Duke 390 কিনবেন?

এই বাইকটির এক্স শোরুম দাম 3.10 লাখ টাকা। আপনি KTM Duke 390 মাত্র 30 হাজার 20 টাকার ডাউন পেমেন্টে কিনতে পারবেন। বিশদভাবে জানতে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করুন।