Bike Loan

KTM Duke 200: জলের দরে KTM! দাম মাত্র 50 হাজার, সুযোগ মিস করলে বড় লস

Aindrila Dhani

Published on:

ktm-duke-200-offer-2024

KTM Duke 200: যুবকদের বাইকের প্রতি ক্রেজ বছরের পর বছর ধরে একভাবে চলে আসছে। KTM-এর বাইক তাদের বিশেষ পছন্দের।‌ এই কোম্পানি সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টস বাইক লঞ্চ করে। এমনি একটি মডেল হল KTM Duke 200। এবার ভালো অফারে কিনে ফেলুন KTM Duke 200। জেনে নিন বিস্তারিত।

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার কাজের হতে চলেছে। শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স সহ KTM Duke 200 বাইকে দারুন অফার দেওয়া হচ্ছে। মাত্র 50 হাজার টাকায় কিনতে পারবেন এই বাইক!

KTM Duke 200: শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকে 200cc -র লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 25 Ps শক্তি ও 19.2 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে।‌ এতে 13.4 লিটারের প্রতি লিটারে 34 কিলোমিটার মাইলেজ দিতে পারে KTM Duke 200। এই বাইকের ওজন 159 কেজি।

KTM Duke 200 বাইকের ফিচার্স

KTM Duke 200 বাইকে ফুল ভিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল রয়েছে। এতে স্পিডোমিটার, ওডোমিটার ট্যাকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গেজ আর ট্রিপমিটারের সুবিধা রয়েছে। এছাড়া অতিরিক্ত সুরক্ষার জন্য এই মডেলে ডবল চ্যানেল ABS রয়েছে। এর পাশাপাশি সুপারমোটো মোড দেওয়া আছে মডেলে।

KTM Duke 200 বাইকের অফার সম্বন্ধে জেনে নিন

KTM Duke 200 এর ভারতে মূল্য 1,96,685 টাকা (এক্স-শোরুম দিল্লি)।। সেখানে আপনারা মাত্র 50 হাজার টাকায় KTM Duke 200 কিনতে পারবেন। এই বাইক OLX ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এই মডেলটি 2013 সালের এবং এটি 41 হাজার কিলোমিটার চলেছে। আসলে বর্তমানে সেকেন্ড হ্যান্ড মডেল প্রচুর বিক্রি হচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ভালো কন্ডিশনের পছন্দের সেকেন্ড হ্যান্ড মডেল পেয়ে যাবেন।