বর্তমান সময়ে স্পোর্টস বাইকের ডিমান্ড চোখে পড়ার মতো। এই ধরনের বাইক যুবকরা বেশি পছন্দ করে। আপনিও যদি নতুন স্পোর্টস বাইক কিনতে চান, তবে আজকের প্রতিবেদনটি ভালোভাবে পড়বেন।
KTM ভারতে কয়েক বছর ধরে সফলভাবে ব্যবসা করছে। এই কোম্পানি সাধারণত স্পোর্টস বাইক আর সুপার বাইক লঞ্চ করে থাকে। প্রিমিয়াম কোয়ালিটির বাইক হওয়ার কারণে KTM এর সব মডেলের দাম মধ্যবিত্ত মানুষের আয়ত্তের বাইরে। অনেকেই স্বপ্ন দেখেন এই কোম্পানির বাইক চালানোর। এবার আপনাদের জন্য রয়েছে দারুণ খবর। মাত্র 10 হাজার টাকা খরচ করলেই বাড়িতে আনতে পারবেন KTM Duke 125। জেনে নিন বিস্তারিত।
KTM Duke 125 বাইকের ইঞ্জিন
সবার প্রথমে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলে নেওয়া যায়। KTM Duke 125-এ 125cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা সর্বাধিক 14.5 bhp শক্তি ও 12 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকে আপনারা বেশ ভালো মাইলেজ পেয়ে যাবেন।
KTM Duke 125 বাইকের ফিচারস
শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি KTM Duke 125-এ ঝাক্কাস ফিচারস রয়েছে। এই স্পোর্টস বাইকে স্পিডোমিটার, LED হেড লাইট, সাসপেনশন, আরামদায়ক সিট, USB চার্জিং সাপোর্ট সহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া এই বাইকের সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।
KTM Duke 125 বাইকের দাম
KTM এর যেকোনো বাইকের দামি খানিকটা বেশি থাকে। বর্তমান সময়ে ভারতীয় বাজারে KTM Duke 125-এর দাম 1 লাখ 70 হাজার টাকা। আর অন রোড দাম আরো খানিকটা বেশি। এত দাম দিয়ে সকলের পক্ষে এই বাইক কেনা সম্ভব নয়। তাই আপনাদের জন্য রয়েছে দারুণ একটি খবর।
আপনারা চাইলে এই মাত্র 50 হাজার টাকা খরচ করেই KTM Duke 125 নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদের প্রতি মাসে 4 হাজার 593 টাকা করে EMI দিতে হবে। তবে এর থেকে কম টাকা ডাউন পেমেন্ট করেও আপনারা এই স্পোর্টস বাইকটি কিনতে পারবেন। তার জন্য আপনাদের 10 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 36 মাসের জন্য 5 হাজার 844 টাকা করে EMI জমা করতে হবে।