Bike Loan

কাপিয়ে দিল কেটিএম! নতুন রঙ পেল KTM 250 Duke, দাম কত জানেন?

Aindrila Dhani

Published on:

ktm-250-duke-2024-price

সুত্র অনুযায়ী জানা যাচ্ছে, KTM 250 Duke-এ নতুন রংয়ের স্কিম আসতে চলেছে। আগামী সপ্তাহগুলির মধ্যেই এটি লঞ্চ হয়ে যাবে। 2020 সাল পর্যন্ত KTM মডেলগুলি কেবলমাত্র সাদা, কাল, ধূসর রঙেই দেখা যেত। এছাড়া KTM এর সিগনেচার রং কমলাতে বেশিরভাগ মডেল লঞ্চ করা হতো।

   

তবে KTM Super Duke R Gen 3-এর আবির্ভাবের পর এই অস্ট্রেলিয়ান কোম্পানি তাদের মডেলে নীল রঙের ড্যাশ যুক্ত করা শুরু করে। আপনারা এই ডিজাইন 890 Duke R ও 2024 390 Duke -এ দেখতে পাবেন। এছাড়া KTM 200 Duke ও KTM 125 Duke মডেলেও নীল রঙের কিছু ডিজাইন দেখা গেছে। এবার KTM 250 Duke মডেল আটলান্টিক ব্লু রঙে আসতে চলেছে। এটি KTM 390 Duke এর আবরণের মতো বেশ খানিকটা দেখতে। এই মডেলে ‘Duke’ এর ব্যাজ ট্যাংকের উপর কমলা রঙে লেখা রয়েছে। অপরদিকে KTM 250 Duke মডেলে সাদা রঙের লেখা থাকবে। এই দুটি মডেলের রঙে ‘Duke’-এর ব্যাজ ছাড়া বিশেষ কোন পার্থক্য নেই।

KTM 250 Duke বাইকের বর্তমান এক্স শোরুম মূল্য 2 লাখ 39 হাজার 34 টাকা। আশা করা যাচ্ছে, আটলান্টিক ব্লু রঙে KTM 250 Duke মডেল লঞ্চ হওয়ার পরেও এই একই দাম থাকবে। সাধারণত KTM নতুন রং এর জন্য দাম বাড়বে না, বা অতিরিক্ত কোন চার্জ নেওয়া হবে না। এই মডেল আপনারা আটলান্টিক ব্লু -এর পাশাপাশি আগের মতো ইলেকট্রনিক অরেঞ্জ আর সেরামিক হোয়াইট রঙে পেয়ে যাবেন। তার মানে বুঝতেই পারছেন এখন থেকে KTM 250 Duke তিনটি রঙে উপলব্ধ হবে।

KTM 250 Duke বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স

KTM 250 Duke বাইকে 249.07 cc BS6 ইঞ্জিন রয়েছে। যা 30.57 bhp শক্তি ও 25 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের দুটি চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই বাইকটির ওজন 162.8 কেজি। এতে রয়েছে 15 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি।