যত দিন যাচ্ছে ভারতের বাজারে তত বেশি করে নতুন ইলেকট্রিক বাইক এবং স্কুটার লঞ্চ হচ্ছে। কোমাকিও এই দৌড়ে অংশগ্রহণ করেছে। কোমাকি রেঞ্জার নামে ভারতের প্রথম বৈদ্যুতিক ক্রুজার বাইক লঞ্চ করেছে এই কোম্পানি।
এই বাইকে অত্যন্ত আকর্ষণীয় ক্রুজার লুক দেখতে পাবেন। এছাড়া এতে দুর্দান্ত ফিচার্স এবং অবিশ্বাস্য মাইলেজ রয়েছে। পাশাপাশি এই বাইকটি কিন্তু খুব সাশ্রয়ী মূল্যে উপলব্ধ। সিঙ্গেল চার্জে 250 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই বাইক।
Komaki Ranger-এর রেঞ্জ
কোম্পানি কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকটিতে 4.5 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। এটি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা থেকে 5 ঘণ্টা সময় নেয়। এর সাহায্যে ইলেকট্রিক বাইকটি এক চার্জে প্রায় 200 কিলোমিটার থেকে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া এতে 5 কিলোওয়াটের ইলেকট্রিক মোটর রয়েছে। প্রতি ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার।
Komaki Ranger-এর ফিচার্স
গ্রাহকদের সুবিধার্থে কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকে 7 ইঞ্চির টিএফটি স্ক্রিন, ফ্ল্যাট ফুটরেস্ট, ফ্রন্ট টেলিস্কোপিক সাসপেনশন, সাইড স্ট্যান্ড সেন্সর, প্রিলোড অ্যাডজাস্টেবল রেয়ার সাসপেনশন, ফ্রন্ট লেগ গার্ড, রেয়ার ব্রেকের মতো আধুনিক ফিচার্স যুক্ত করেছে কোম্পানি। এছাড়া এতে ডিস্ক ব্রেক এবং ইউএসবি চার্জিং সকেট রয়েছে।
Komaki Ranger-এর দাম
দামের কথা বলতে গেলে ভারতীয় বাজারে কোমাকি রেঞ্জার ইলেকট্রিক বাইকের প্রারম্ভিক এক্স শোরুম মূল্য মাত্র 1.69 লক্ষ টাকা। অপরদিকে এই বাইকের টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.86 লক্ষ টাকা।